Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১১, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাল্যবিয়ে করতে গিয়ে জরিমানা গুণলেন প্রবাসী 
Saturday June 14, 2025 , 12:01 pm
Print this E-mail this

২০ দিন আগেও আরেকটি বাল্যবিয়ের চেষ্টা করেছিলেন এই প্রবাসী

বরিশালে বাল্যবিয়ে করতে গিয়ে জরিমানা গুণলেন প্রবাসী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে বাল্যবিয়ে করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের দণ্ডে ৮০ হাজার টাকা জরিমানা গুনেছেন সিঙ্গাপুর প্রবাসী শাহীন হাওলাদার। শুক্রবার (জুন ১৩) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাজিব হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার টিকাসার গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে পূর্ব কটকস্থল গ্রামের বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী শাহীন হাওলাদারের বিয়ের আয়োজন চলছিল। বিষয়টি জানার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় কিশোরীর বাবা-মা পালিয়ে গেলেও শাহীন হাওলাদারকে আটক করা হয়। পরে বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী শাহীন হাওলাদারকে ৮০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়। এ প্রসঙ্গে আরও জানা যায়, মাত্র ২০ দিন আগে আরেকটি বাল্যবিয়ের চেষ্টা করেছিলেন এই শাহীন হাওলাদার। সেসময়ও একই ম্যাজিস্ট্রেট তাকে আটক করে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছিলেন। তবে সেই প্রতিশ্রুতি ভেঙে আবারও বাল্যবিয়ের চেষ্টা করায় এবার আর ছাড় পাননি তিনি।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী