|
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সব সময়ই চলছে, আগস্ট এলে ষড়যন্ত্র আরও বাড়ে
বরিশালবাসীকে বিভ্রান্ত না হওয়ার আবেদন মেয়র খোকন সেরনিয়াবাতের
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সব সময়ই চলছে। আগস্ট এলে ষড়যন্ত্র আরও বাড়ে। কোটা আন্দোলন মনে হয় এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিণত হয়েছে। আমরা শান্তি চাই, সন্ত্রাস চাই না। মানুষের মধ্যে গুজব, বিভ্রান্তি ছড়াচ্ছে। বরিশালবাসীর প্রতি আমার আবেদন, আপনার বিভ্রান্ত হবেন না। আজ বৃহস্পতিবার শোকাবহ আগস্টের প্রথম দিনে তাঁর উদ্যোগে রক্তদান কর্মসূচিতে এসব কথা বলেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এ কর্মসূচি শুরু হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের সহায়তায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন-সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব, এনামুল হক বাহার, কহিনুর বেগম, আওয়ামী লীগ নেতা রেজাউল হক হারুন, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন প্রমুখ। মেয়র খোকন সেরনিয়াবাত শোকাবহ আগস্ট উপলক্ষে নগরীতে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছেন।
Post Views: ০
|
|