|
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা
পিরোজপুরের কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকেলে (মার্চ ২৬) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানারা সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, শিক্ষক লিটন কৃষ্ণ কর। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের জামে মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান ইফতার মাহফিল পরিচালনা করেন।
Post Views: ০
|
|