Current Bangladesh Time
রবিবার অক্টোবর ৫, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের স্বরূপকাঠিতে যাদু প্রদর্শনীর নামে অশ্লীল নৃত্য! 
Sunday February 26, 2023 , 12:14 pm
Print this E-mail this

মেলা চালাতে জেলা প্রশাসন ১৫টি শর্ত দিলেও তা মানছে না কর্তৃপক্ষ

পিরোজপুরের স্বরূপকাঠিতে যাদু প্রদর্শনীর নামে অশ্লীল নৃত্য!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর নেছারাবাদ স্বরুপকাঠির উপজেলা মিয়ারহাট কৌরিখাড়া বেলতলা মাঠে মেলায় যাদু প্রদর্শনীর নামে চলছে, অবৈধ লটারির টিকিট বিক্রি ও তরুণীদের অশ্লীল নৃত্য। আর এসব প্রদর্শনীতে দর্শকসারিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। জানা গেছে, মিয়ারহাট কৌরিখাড়া ডায়াবেটিস হাসপাতালে সহযোগিতায় কাজের সাহায্যার্থে নামে এই ধরনের অশ্লীল নৃত্য। এদিকে সার্কাসের নামে ঘষাঘষি ছেলে মেয়েদের নজর কাটছে তাদের অন্তরঙ্গ নাচেগানে, মা ছেলে মেয়েরা তাদের লজ্জায় মুখ দেখে বসে আছে এই নাকি সার্কাস। এক বৃদ্ধ মহিলা বলে, আমরা এসেছি সার্কাস দেখতে, এটা আবার কেমন সার্কাস? মেলা চালাতে জেলা প্রশাসন ১৫টি শর্ত দিলেও তা মানছে না কর্তৃপক্ষ। বিকেল ৫টার পর থেকে শুরু হয় গানবাজনা? অনুমতিপত্রে রাত ৯টার পর মেলায় যাদু প্রদর্শনী, সার্কাসসহ সব কার্যক্রম বন্ধ থাকার কথা থাকলেও তা হরদম চলছে। এখানে সার্কাসের কথা বলে টিকিট বিক্রি করা হচ্ছে, তবে ভেতরে চলছে অশালীন পোশাকে অশ্লীল নৃত্য। জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারী থেকে মিয়াহাট বেলতলা মাঠে মেলা শুরু হয়৷ মেলায় প্রথম দুদিন লটারির টিকিট বিক্রি কার্যক্রম চলে। এরপর কোনো এক ঝামেলার কারণে টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। উপর মহল ম্যানেজ করে আবারো চালু করেন। এদিকে এস এসসি পরীক্ষা চলছে। ছেলেরা রাত হলেই পড়াশোনা বাদ দিয়ে মেলায় যাচ্ছে, তাদের ধরে রাখা যাচ্ছে না বলে জানান অভিভাবকরা। বেলতলা মাঠের আশপাশের লোকজনের অভিযোগ, এখানে মেলার নামে উচ্চশব্দে গানবাজনা চলছে। রাতভর পর্যন্ত গানবাজনা হয়৷ আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া খুব এই কষ্ট কর হয়ে যাচ্ছে, এরা পড়বে কীভাবে? এ বিষয়ে স্বরুপকাঠির উপজেলার সুটিয়াকাঠির ইউনিয়নের বেলতলা গ্রামের রুবেল হোসেন জানান, আমার মা ঠিকমতন রাতের বেলা নামাজ পড়তে পারে না শব্দের কারণে। ফারুক হোসেন বলেন, আমি পরিবারসহ মেলায় গিয়েছিলাম। সেখানে পরিবেশটা অনেক খারাপ। ১৫০ টাকা করে টিকিট কেটে সার্কাস দেখতে গিয়েছিলাম ও যাদু প্রদর্শনী৷ তবে সেখানে গিয়ে দেখলাম বাজেভাবে মেয়েরা নৃত্য করছে, যেটা দেখে আমি আমার পরিবারসহ মেলা থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছি। একই এলাকার নাজমুল মণ্ডল জানান, স্ত্রী ও ছোট ভাইকে নিয়ে নিয়ে যাদু প্রদর্শনী দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি চার মেয়ে খারাপ পোশাকে গানের তালে নৃত্য করছেন৷ যাদুর নামে এ রকম নৃত্য ১০ মিনিট দেখে আমি আমার পরিবারসহ সেখান থেকে বের হয়ে আসি। স্বরূপকাঠি পৌরসভার ওয়ার্ডের আওয়ামী লীগের এক নেতা বলেন, আমাদের ছারছিনা দরবার শরীফ মাহফিলের প্রস্তুতি চলছে। এদিকে স্বরুপকাঠির কৌরিখাড়া বেলতলা মেলা হচ্ছে এটা আমাদের কাছে লজ্জার বিষয় । তবে তাঁতবস্ত্রের কোনো নামগন্ধ নেই৷ মেলায় যাদু দেখার নামে টিকিট বিক্রি করা হচ্ছে যেখানে সেখানে, লটারি টিকিট বিক্রি হচ্ছে। শব্দ দূষণ কারণে আমাদের সমস্যা হচ্ছে। এ বিষয়ে মেলা কমিটির স্বরুপকাঠির কমিশনার স্বপন, নেতাদের কাছে জানতে চাইলে তারা জানান, সবকিছু বৈধভাবেই হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে উপরের মহলকে জানিয়েছি। এ বিষয়ে এলাকাবাসী জানান, প্রশাসন নীরব কেন, তারা কি কিছুই দেখছে? এভাবেই চললে আমাদের ছেলেমেয়েরাও খারাপের দিকে যাবে।




Archives
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন
Image
অক্টোবরে আসছে বাম দলগুলোর নতুন জোট
Image
বরিশাল জেলা বিএনপির বিবৃতির বিষয়ে যা বললেন আবু নাসের রহমাতুল্লাহ
Image
সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই-রহমাতুল্লাহ
Image
মা ইলিশ সংরক্ষণে বরিশালে বিশেষ অভিযান শুরু