Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৬, ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ‘মানবতার দেয়াল’-এ মিলছে প্র‌য়োজনীয় কাপড়‌ 
Sunday January 8, 2023 , 4:10 pm
Print this E-mail this

মানবতার দেয়া‌লের উ‌দ্যোক্তা কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন

পিরোজপুরের কাউখালীতে ‘মানবতার দেয়াল’-এ মিলছে প্র‌য়োজনীয় কাপড়‌


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীর কৃষি ব্যাংক সংলগ্ন দেয়ালে কিছু একটা লেখা। ক‌য়েক‌টি হ্যাঙ্গারে ঝুল‌ছে কিছু পুর‌নো ও আধা পুর‌নো কাপড়। এক পক্ষ সেখা‌নে তা‌দের অব্যবহৃত কাপড় রে‌খে যা‌চ্ছেন, অন্য এক পক্ষ সেগু‌লো নি‌য়ে হার কাঁপানো শীতে তা‌দের প্র‌য়োজন মেটা‌চ্ছেন। দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে দেখা মিল‌ছে এমন চিত্র। আর সু‌বিধা বঞ্চিত মানু‌ষের পা‌শে দাড়া‌নোর এই মহান কর্ময‌জ্ঞের নাম দেয়া হ‌য়ে‌ছে ‘মানবতার দেয়াল’। দেশের বি‌ভিন্ন স্থা‌নে এমন অসংখ্য দেয়াল এখন শোভা পা‌চ্ছে। সাংবাদিক পান্নু জানান, উ‌দ্যোগ‌টি ভাল। এ কা‌জে সাধ্য ম‌তো সবাই অংশ নি‌লে অ‌নে‌কে উপকৃত হ‌বে। কাউখালীতে মানবতার দেয়া‌লের একজন উ‌দ্যোক্তা কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন জানান, বাসায় বড় ও ছোট‌দের অব্যহৃত অ‌নেক কাপড় প‌ড়ে থা‌কে। সেসব য‌দি অসহায় ও অস্বচ্ছল লোক‌দের কা‌জে লা‌গে তা‌তে তো বিষয়‌টি ই‌তিবাচক। এছাড়া দেখা দে‌খি সমা‌জের বিত্তবানরাও য‌দি এই উ‌দ্যোগে এ‌গি‌য়ে আ‌সে তাহ‌লে নিম্ম‌বিত্ত‌দের বড় এক‌টি অংশ উপকৃত হ‌বে। কাউখালী কৃষি ব্যাংক এলাকার বা‌সিন্দা মোঃ সাঈদ জানান, যারাই এই উ‌দ্যোগ নি‌য়ে‌ছে বিষয়‌টি প্রশংসনীয়। এই উ‌দ্যোগ আ‌রো‌ বে‌শি স্থা‌নে ছ‌ড়ি‌য়ে দি‌তে পার‌লে অ‌নেক বে‌শি মানুষ উপকৃত হ‌বে।




Archives
Image
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড
Image
বরিশালে শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
মারা গেছেন সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন