Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপির গণসমা‌বেশ : ব্যানার ভাঙচুরের অভিযোগ 
Thursday November 3, 2022 , 9:31 pm
Print this E-mail this

সমা‌বে‌শের না‌মে শা‌ন্তির নগরী ব‌রিশা‌লে নৈরা‌জ্যের সৃ‌ষ্টির অভিযোগ

বরিশালে বিএনপির গণসমা‌বেশ : ব্যানার ভাঙচুরের অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ব‌রিশা‌লে বিএন‌পির বিভাগীয় গণসমা‌বেশ উপল‌ক্ষে তৈরি করা নেতাকর্মী‌দের ব্যানার ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিএন‌পি নেতাকর্মী‌দের দাবি বিএন‌পির সমা‌বেশ বাধাগ্রস্থ কর‌তে ছাত্রলী‌গের নেতাকর্মীরা ব্যানার ভাঙচুর ক‌রে‌ছে। এদিকে বিকা‌লে নগরী‌তে মি‌ছিল ক‌রে‌ছে ছাত্রলীগ। বৃহস্প‌তিবার (নভেম্বর ৩) দুপু‌রে ব‌রিশাল নগরীর জিলা স্কু‌লের মো‌ড়ে সমা‌বেশ উপলক্ষে বিএন‌পি নেতা‌দের করা তিন‌টি ব্যানার ভাঙচুর করা হয়। ছাত্রদল কর্মী মো: রাহাত ব‌লেন, ছাত্রলী‌গের নেতাকর্মীরা বি‌চ্ছিন্নভা‌বে এসে আমা‌দের নেতা‌দের ব্যানার ভাঙচুর ক‌রে‌ছে, ছি‌ড়ে ফে‌লে বি‌ভিন্ন জায়গার পোস্টার। কেন্দ্রীয় ছাত্রদ‌লের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক আফ‌রোজা খানম নাস‌রিন ব‌লেন, আওয়ামী লীগ ও ছাত্রলী‌গের সন্ত্রাসী বা‌হিনী আমা‌দের নেতাকর্মী‌দের ওপর বি‌ভিন্ন জায়গায় হামলা কর‌ছে। আমা‌দের ব্যানার পোস্টার ভাঙচুর ও ছিং‌ড়ে ফেলা হ‌চ্ছে। কেন্দ্রীয় বিএন‌পির যুগ্ম মহাস‌চিব মোয়া‌জ্জেম হো‌সেন আলাল ব‌লেন, বাস-লঞ্চ বন্ধ করে আমা‌দের নেতাকর্মী‌দের আট‌কে রাখা সম্ভব নয়। হাজার হাজার নেতাকর্মী এম‌নি‌তেই ব‌রিশাল নগরী‌তে অবস্থান নি‌য়ে‌ছে। সমা‌বেশস্থ‌লেও অবস্থান নি‌য়ে‌ছেন শত শত নেতাকর্মী। জনগ‌ণের এই আন্দোলনে বাধা দেওয়ার ক্ষমতা সরকা‌রের নেই। অন্যদি‌কে জিলা স্কুল মোড় থে‌কে মি‌ছিল বের ক‌রে ছাত্রলী‌গের কর্মীরা। নগরীর বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে তারা। মহানগর ছাত্রলী‌গের আহ্বায়ক রইজ আহ‌ম্মেদ মান্না ব‌লেন, বিএন‌পি সমা‌বে‌শের না‌মে শা‌ন্তির নগরী ব‌রিশা‌লে নৈরা‌জ্যের সৃ‌ষ্টি কর‌ছে। আর তা‌দের এই অপপ্রয়া‌সের বিরু‌দ্ধে আমরা রু‌খে দাঁড়া‌বো।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
আমি নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো : এসএম জাকির হোসেন
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২