বাংলাদেশ এখন তার শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়িতেই প্রথমবার মুক্তি পেল তার সিনেমা
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, বললেন সৃজিত
মুক্তখবর বিনোদন ডেস্ক : সিনেমা নির্মাণ করে অসামান্য খ্যাতি পেয়েছেন সৃজিত মুখার্জি। দেশটির জাতীয় পুরস্কার পর্যন্ত বগলদাবা করেছেন তিনি। বছর কয়েক আগেও বাংলাদেশের মানুষের কাছে তিনি কেবল ভারতীয় নির্মাতা ছিলেন। তবে ২০১৯ সালের ৬ ডিসেম্বরে বাংলাদেশের অভিনেত্রী-গায়িকা রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেছেন সৃজিত মুখার্জি। তাই ঢাকা তথা বাংলাদেশ এখন তার শ্বশুরবাড়ি। এই শ্বশুরবাড়িতেই প্রথমবার মুক্তি পেল সৃজিতের সিনেমা। নাম ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় সিনেমাটি মুক্তি পেয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যেও একই দিনে সিনেমাটি মুক্তি পেয়েছে। ঢাকায় নিজের সিনেমা মুক্তি দিতে পেরে ভীষণ আনন্দিত সৃজিত। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন-‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। বরাবরের মতো কাকাবাবু হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার সঙ্গে আছেন আরিয়ান ভৌমিক, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। একটি চরিত্রে পরিচালক সৃজিতও অভিনয় করেছেন। সিনেমাটির শুটিং হয়েছে কেনিয়ার মাসাইমারা জঙ্গলে। স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজেও সিনেমাটির মুক্তির কথা জানানো হয়েছে। সেই সঙ্গে উল্লেখ রয়েছে শাখা ও শো-টাইম। সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার ও সনি-এই তিনটি মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।