Current Bangladesh Time
রবিবার অক্টোবর ৫, ২০২৫ ১:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পাত্র করোনায় আক্রান্ত, পিপিই পরেই বিয়ে সারলেন কনে! 
Monday April 26, 2021 , 10:35 pm
Print this E-mail this

নির্ধারিত তারিখেই হাসপাতালের কোভিড ওয়ার্ডে কনে আভিরামিকে বিয়ে করেন শরথ

পাত্র করোনায় আক্রান্ত, পিপিই পরেই বিয়ে সারলেন কনে!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কথায় আছে জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে। জন্ম, মৃত্যু ও বিয়ে যে কোথায়, কোনো পরিস্থিতিতে, কার সঙ্গে হবে তা নাকি সবই ভাগ্যের ওপর নির্ভর করে। বিয়ের সব ধরণের কথাবার্তা পাকাপাকি, শুধু আনুষ্ঠানিকতার আয়োজন বাকি। এর মধ্যেই খবর এলো পাত্র করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে কোভিড হাসপাতালে। কিন্তু তাতে কী! বিয়ের কাজ তো আর করোনার সংক্রমণ থামাতে পারবে না। শেষ পর্যন্ত আগের নির্ধারিত তারিখ অনুযায়ীই বিয়ে হয় ওই যুগলের। তবে, সেটা বাড়িতে নয় হাসপাতালের কোভিড ওয়ার্ডে। পাত্র কোভিডে আক্রান্ত হওয়ায় পার্সোনাল প্রোটেকশন ইক্যুয়িপমেন্ট (পিপিই) কিট পরেই হাসপাতালেই বিয়ের কাজ সম্পন্ন করতে হয়েছে কনেকে। এই অবাক করা ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার আলাপ্পুঝা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে করোনায় আক্রান্ত পাত্রকে হাসপাতালের কোভিড ওয়ার্ডে পিপিই কিট পরেই বিয়ে করতে আসেন কনে। পাত্র কেরালা রাজ্যের আলাপ্পুঝার কাইনাকারী এলাকার বাসিন্দা শরথ মন (২৮)। আর পাত্রী থেক্কানারইয়াদের আভিরামি (২০)। রোববার (২৫ এপ্রিল) এ খবর দিয়েছে সংবাদসংস্থা এএনআই। রোববার ওই যুগলের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো। কিন্তু বিয়ের কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয় শরথ ও তার মা। চিকিৎসার জন্য তাদের আলাপ্পুঝার মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপরই দুই পক্ষের মাথায় হাত পড়ে। কারণ বিয়ের অনুষ্ঠান দিন পাত্র বিয়ের আসরের বদলে ভর্তি রয়েছেন কোভিড হাসপাতালে। সেক্ষেত্রে বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া ছাড়া উপায় ছিলো না।

তবে, দুই পরিবারই ঠিক করে বিয়ে হবে। সেই অনুযায়ী জেলা প্রশাসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিয়ের জন্য অনুমতি চেয়ে আবেদন জানায় উভয় পরিবার। দুইপক্ষ থেকেই দেওয়া হয় অনুমতি। শেষ পর্যন্ত আগের নির্ধারিত তারিখেই হাসপাতালের কোভিড ওয়ার্ডে কনে আভিরামিকে বিয়ে করেন শরথ। ইতোমধ্যেই ওই যুগলের বিয়ের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শাড়ি-গহনায় সেজে নয়, পিপিই কিট পরে বিয়ে করতে এসেছেন কনে আভিরামি। শরথের পরনে নীল জামা এবং প্যান্ট। হাসপাতালের চিকিৎসক, নার্স এবং পরিবারের অল্প কয়েকজন সদস্যদের উপস্থিতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয়।




Archives
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন
Image
অক্টোবরে আসছে বাম দলগুলোর নতুন জোট
Image
বরিশাল জেলা বিএনপির বিবৃতির বিষয়ে যা বললেন আবু নাসের রহমাতুল্লাহ
Image
সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই-রহমাতুল্লাহ
Image
মা ইলিশ সংরক্ষণে বরিশালে বিশেষ অভিযান শুরু