| 
	
   
পুলিশ মোতায়েন রয়েছে, এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকেরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে 
বাকেরগঞ্জের আ’লীগ নেতাকে গুলি করায় বিচারের দাবিতে হরতাল ও প্রতিবাদ সভা 
 
  
 
  				
		 
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার উপরে বিএনপির নেতা আব্দুস সালাম সিকদার গুলি করায় উপজেলার নিয়ামতি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সৈয়দ ইমাম হোসেন নিলুর নেতৃত্বে ১৩ ই ডিসেম্বর সকাল থেকে হরতাল ডেকেছে। মহেশপুর বাজার ও নিয়ামতি বাজারসহ আশপাশের সকল দোকান পাঠ ও গাড়ি চলাচল বন্ধ এবং রাস্তা অবরুদ্ধ, রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে অগ্নি সংযোগ করা হয়। তারা জানান বিএনপির নেতা আব্দুস সালাম সিকদার একজন সন্ত্রাসী তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। অবৈধ পিস্তল দিয়ে আওয়ামী লীগ নেতা সৈয়দ সুলতান আহম্মেদ হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। এছাড়াও ইউনিয়ন আ ’লীগের সাধারন সম্পাদক বিমল চন্দ্র সাহা, বজলু মিয়া কে পিটিয়ে গুরুতর আহত করে। তারা বর্তমানে বরিশাল শেবাচিম চিকিৎসাধীন রয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল ৮ টায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতি ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন মাসুম মাষ্টার, সৈয়দ জিল্লুর রহমান সানু, সৈয়দ রুস্তম আলী নান্টু, মোঃজিয়াউদ্দিন খান জসিম, মোঃ জাফর ইকবাল বাদল, মোঃ পান্না মিয়া, সৈয়দ রুহুল আমীন, মোশারেফ হোসেন তালুকদার, মোঃ মেহেদী, সন্ত্রাসী সালাম সিকদারকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতাকে দেখতে বরিশাল শেবাচিমে দেখতে যান, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চীফ হুইফ আবুল হাসানাত আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃইউনুস, বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাদিক আব্দুল্লাহ সেরনিয়াবাত, কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ-সম্পাদক ইঞ্জিঃমঞ্জুরুল হক মঞ্জু, কেন্দ্রীয় আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফেজ মল্লিক, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিসেস আইরিন রেজা দেখতে যান এবং তাদের সুস্থতা কামনা করেন। ঘটনাস্থলে বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম ও এ এস পি সার্কেল মফিজুল ইসলাম, ওসি আজিজুর রহমান, সন্ত্রাসী সালাম সিকদারকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে। পুলিশ মোতায়েন রয়েছে, এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকেরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। 
  
  
				 Post Views: ০
			 
 | 
						
  |