Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় নৌকা ডুবে প্রাণ গেল বিএম কলেজের অতি সু-পরিচিত মুখ রাকিবের 
Monday February 3, 2020 , 7:03 pm
Print this E-mail this

ভোলায় নৌকা ডুবে প্রাণ গেল বিএম কলেজের অতি সু-পরিচিত মুখ রাকিবের


নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলার আয়শাবাগ নানা বাড়ী বেড়াতে এসে লাশ হয়ে ফিরল বরিশাল সরকারী বিএম কলেজের অতি সু-পরিচিত মুখ রাকিব (১৩)। তাঁর বাড়ী ভোলা সদর থানার ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির সামনে। পিতার নাম আবদুল বারেক মোল্লা। তাঁর সাথে থাকা মামা চরফ্যাশন উপজেলার আসলামপুর আয়শাবাগ গ্রামের পিতা হারুন-অর রশিদের ছেলে রাজিব (১৮) নিহত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব নানা বাড়ীতে বেড়াতে আসে দুইদিন পূর্বে। রবিবার রাতে মামা রাজিবের সাথে মাছ ধরার নোঙ্গর করা নৌকায় শুতে গিয়েছিল। রাত সাড়ে ৩টায় নৌকাটি পানি ভরে ডুবে যায়। এতে মামা-ভাগিনা দু’জনেরই মৃত্যু হয়। বাকী ৭জন নৌকার উপরে অবস্থান করায় তারা দূর্ঘটনা থেকে রক্ষা পায়। মামা রাজিব ও ভাগিনা নৌকার ভিতরে দরজা আটকিয়ে থাকায় আর বের হতে পারেনি। সোমবার সকাল ৯টায় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীন ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আসলামপুর ইউপির চেয়ারম্যান এ কে এম সিরাজুল ইসলাম বলেন, রাকিব নানা বাড়ীতে বেড়াতে এসে মামার কাছে রাতে নৌকায় অবস্থান করে। নৌকাটি ডুবে যাওয়ায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। সকালে লাশ দু’টি আয়শাবাগ গ্রামে হারুনের বাড়ীতে পৌঁছার সাথে সাথেই স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।




Archives
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ