Current Bangladesh Time
শনিবার ডিসেম্বর ২০, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বানারীপাড়ায় থানার অদূরে বন্দর বাজারে জুয়েলারীতে দুঃসাহসিক চুরি, স্বর্নালঙ্কার ও টাকা লুট 
Sunday January 12, 2020 , 10:34 am
Print this E-mail this

বরিশাল বানারীপাড়ায় থানার অদূরে বন্দর বাজারে জুয়েলারীতে দুঃসাহসিক চুরি, স্বর্নালঙ্কার ও টাকা লুট


রাহাদ সুমন : বরিশাল বানারীপাড়ায় থানার অদূরে বন্দর বাজারে জুয়েলারীতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বুধবার ভোর রাতে পৌর শহরের বন্দর বাজারের সদর রোডের মৃধা মার্কেটে সততা জুয়েলার্সে অজ্ঞাত চোরেরা তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দোকান থেকে প্রায় ৯ ভরি স্বর্ণালঙ্কার, ২ শত ভরি রৌপ্য ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সততা জুয়েলার্সের স্বত্বাধিকারি স্বপন কর্মকার জানান, ওই দিন তিনি রাত সাড়ে ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে যান। পরের দিন সকাল ৯টার দিকে দোকানে এসে তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে পার্শ্ববর্তী দোকানের লোকজনকে জানান এবং দোকানে প্রবেশ করে দেখতে পান শোকেস, স্টিলের আলমারি ও ক্যাশ বাক্সের তালা ভাঙা কিন্তু ভিতরে কোনো স্বণালঙ্কার্র, রৌপ্য কিংবা টাকা-পয়সা নেই। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বানারীপাড়া থানার কয়েকশ’ গজের মধ্যে বন্দর বাজারে নিয়মিত পাহারাদাররা দায়িত্ব পালন করার পরেও এ ধরনের চুরির ঘটনা ঘটায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় বন্দর বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সদর রোডে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্তপূর্বক চুরির রহস্য উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সিসিটিভির ভিডিও ফুটেজে বুধবার দিবাগত রাত ৪ টার দিকে ওই জুয়েলারীর পাশে পাবলিক লাইব্রেরীর সামনে পিকআপ গাড়ি রেখে ৪জন অজ্ঞাত ব্যক্তিকে জুয়েলারীতে আসতে দেখা যায়। প্রসঙ্গত, বানারীপাড়া পৌর শহরে বাজারসহ বাসা-বাড়িতে কখনও রাতে আবার কখনও প্রকাশ্য দিবালোকে তালা ভেঙ্গে অহরহ চুরির ঘটনা ঘটছে। কখনো বাড়ির মালিক আবার কখনো ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটলেও আজ পর্যন্ত কোনো চুরির ঘটনার প্রতিকার পাননি ভুক্তভোগীরা। অনেকের ধারণা, বানারীপাড়ার একটি সংঘবদ্ধ চোরচক্র প্রতিনিয়ত এ ঘটনা ঘটাচ্ছে। একের পর এক চুরির ঘটনায় প্রমান হয় শুধু রাতের নয় দিনের বানারীপাড়াও এখন চোরের দখলে চলে গেছে।

সূত্র : বরিশাল টাইমস




Archives
Image
বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
Image
বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্য গ্রেফতার
Image
নিরাপত্তা পরিস্থিতির জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
Image
বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চিত্র ও দলিলপত্র প্রদর্শনী
Image
মহান বিজয় দিবসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধা