Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৩, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর দেড় শতাধিক বছরের কোতয়ালী থানা পুকুর 
Wednesday November 22, 2017 , 4:59 pm
Print this E-mail this

এলাকাবাসীর নিজ উদ্যেগে পরিচ্ছন্নতা করা হচ্ছে, নিরব বিসিসি

বরিশাল নগরীর দেড় শতাধিক বছরের কোতয়ালী থানা পুকুর


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশাল নগরীর দেড় শতাধিক বছরের পুরানো কাটপট্রি সড়কের কোতয়ালী মডেল থানা পুকুরটি বরিশাল সিটি কর্পোরেশন ও থানা কর্তৃপক্ষ সুদৃষ্টি না দেয়ার কারনেই শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নে এলাকা বাসীর উদ্যেগে পরিস্কার পরিচ্ছন্নতা ও সংস্কার করার কাজে হাত দিছে।আজ (২২-১১-১৭) বুধবার সকাল থেকে বেশ কিছু লেবার লাগিয়ে পুকুরের পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন সাব কমিটির আহবায়ক হিরেন সিকদার মাইজা,সদস্য সচিব মোঃ শাহ আলম খন্দকার,সদস্য মনোয়ার হোসেন,ইদতে খায়রুল বাসার লোটাস,আলি জসিম,সেন্টু বনিক,শিবু দাস,শামীম আহমেদ,কালু দত্ত প্রমুখ।পুকুরটি দেখ ভাল করার দায়ীত্ব সিটি কর্পোরেশনের হলেও তারা কোতয়ালী পুলিশের সাথে বিরোধ সৃষ্ঠির লক্ষে নিজেরা নিরবতা পালন করার ফলে দেড় শতাধিক বছরের পুকুরটি দিন দিন ব্যাবহার অনুপোযোগী হয়ে পড়ায় এলাকার কয়েক হাজার মানুষের দূর্ভোগ পোহাতে হয়।ইতি পূর্বে বেশ কয়েকবার এলাকা বাসী সিটি মেয়র আহসান হাবীব কামালসহ স্থানীয় কাউন্সিলর হারুন-অর-রসিদের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোন ফলাফল না পাওয়ার কারনে শেষ পর্যন্ত স্থানীয়দের স্বার্থে এলাকাবাসী এগিয়ে এসে শতাধিক বছরের পুকুরটি রক্ষার জন্য স্থানীয় কাউন্সিলর হারুন-অর-রসিদ ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম হাওলাদারকে উপদেষ্ঠা করে ২০ সদস্য একটি সাব কমিটি গঠন করা হয়।কাটপট্টি এলাকার জন সাধারন মহিলা-পুরুষ বাসিন্দারা বলেন কাটপট্টি থানা পুকুরটি এই এলাকার মানুষ যুগ যুগ ধরে ব্যাহার করে আসছিল।অত্র এলাকার কয়েকশত পরিবার এই পুকুরের পানি খাওয়া থেকে মন্দিরের পুজার কাজে ব্যাবহার করা হত।বর্তমানে পুকুরটি অপরিচ্ছন্নতা হয়ে পড়লে এখন আর পুকুরের পানি ব্যাবহার যোগ্যতা হারিয়ে ফেলেছে এমনকি পুকুরের পানির দুগর্ন্দে এর পাশ থেকে হাটা পর্যন্ত যায়না।এলাকাবাসী আরো জানান এক সময়ে থানা পুকুরটি দেখ ভাল করতেন বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।কয়েক বছর হয়েছে বর্তমান কোতয়ালী মডের থানা পুলিশ কর্তৃপক্ষ তাদের হেফাজতে নেয়ার পর থেকে তারা কোন পরিস্কার তো করেনি আরো পুকুরটির জৌলস হারিয়ে ফেলেছে।যার ফলে গত ৫ বছরের উপরে হয়েছে এলাকাবাসী এখন ব্যাবহার করে না ব্যবহারের উপযুক্ত না থাকার কারনে।স্থানীয় প্রবীণ সদস্যরা বলেন,আজ থেকে ১শত ৪৪ বছর পূর্বে গূর্খা সৈনিকরা সুপিও পানির জন্য পুকুরটি খনন করেছিল।




Archives
Image
বরিশাল-৩ আসনে সেলিমা নাকি জয়নুল আবেদীন, কে পাচ্ছেন ধানের শীষের মনোনয়ন?
Image
বরিশালে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ১
Image
বরিশালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পথে পথে তল্লাশী
Image
ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন