মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার আমতলী লঞ্চঘাট থেকে শনিবার (২৬ অক্টোবর) সকালে ৫৯০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা দুই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আমতলী থানায় মামলা হয়েছে। আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের মিজানুর রহমান তার স্ত্রী বিথি আক্তার (২২) ও কিশোরী শ্যালিকা লামিয়া আক্তারকে (১৩) দিয়ে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। শুক্রবার বিকালে মিজানুর রহমান, স্ত্রী বিথি ও শ্যালিকা লামিয়া এমভি ইয়াদ লঞ্চযোগে ঢাকা থেকে আমতলীতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে আমতলী থানার ওসি আবুল বাশার অভিযান চালিয়ে দুই বোনকে আটক করেন। কিন্তু মাদক বিক্রির মুল হোতা মিজানুর রহমান পালিয়ে যায়। আমতলী থানার ওসি আবুল বাশার বলেন, মিজানুর রহমান তার স্ত্রী ও শ্যালিকাকে দিয়ে মাদক বিক্রি করে আসছে। মিজানুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।