Current Bangladesh Time
রবিবার অক্টোবর ৫, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্বামীর কাছে প্রতি মাসে শ্রাবন্তীর ৮ লাখ টাকা দাবি 
Wednesday October 20, 2021 , 1:05 pm
Print this E-mail this

বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেছেন শ্রাবন্তী

স্বামীর কাছে প্রতি মাসে শ্রাবন্তীর ৮ লাখ টাকা দাবি


বিনোদন রিপোর্ট : টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেছিলেন। বছর না কাটতেই অশান্তি শুরু হয় তাদের সংসারে। রোশান সিংয়ের সঙ্গে সংসার করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। রোশানের অ্যাপার্টমেন্ট ছাড়েন শ্রাবন্তী। তারপরের ঘটনা প্রায় সবারই জানা। এদিকে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেছেন শ্রাবন্তী। শুধু তাই নয়, রোশানের কাছ থেকে অর্থও দাবি করেছেন। ক্রিমিনাল প্রোসিডিউর কোডের ১২৫ ধারা অনুযায়ী রোশানের কাছে ভরণ-পোষণের জন‌্য অর্থ চেয়েছেন শ্রাবন্তী। কিন্তু রোশানকে খোরপোশ বাবদ কত টাকা দিতে হবে, তা এতো দিন প্রকাশ্যে আসেনি। অবশেষে জানা গেল শ্রাবন্তীর দাবিকৃত খোরপোশের পরিমাণ। রোশান সিংয়ের আইনজীবী শ্যামল মণ্ডল ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে বলেন-‘শ্রাবন্তীর পক্ষ থেকে খোরপোশের মামলা দায়ের করা হয়েছে। যেখানে রোশানের কাছে প্রতি মাসে ৭ লাখ রুপি দাবি করেছেন শ্রাবন্তী। যা বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ টাকার বেশি। যদিও গত ১০ অক্টোবর রোশান সিং জানান, তিনি খোরপোশের কোনো নোটিশ পাননি। এ বিষয়ে তিনি কিছু বলতে চান না। আগামী ১৫ ডিসেম্বর তাদের বিচ্ছেদ মামলার শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। প্রথম দিকে তাদের সংসার বেশ সুখের ছিল। কিন্তু আচমকাই নেমে আসে ভাঙন। জানা যায়, বর্তমানে শ্রাবন্তী এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তার নাম অভিরূপ নাগ চৌধুরী। এর আগে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। সেই সংসারে একটি সন্তানের মা হন তিনি। এরপর ২০১৬ সালে রাজীবের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। একই বছর তিন বিয়ে করেন কৃষাণ বিরাজ নামের এক মডেলকে। বছর না পেরোতেই ভেঙে যায় সেই সংসারও।




Archives
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন
Image
অক্টোবরে আসছে বাম দলগুলোর নতুন জোট
Image
বরিশাল জেলা বিএনপির বিবৃতির বিষয়ে যা বললেন আবু নাসের রহমাতুল্লাহ
Image
সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই-রহমাতুল্লাহ
Image
মা ইলিশ সংরক্ষণে বরিশালে বিশেষ অভিযান শুরু