Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ৩০, ২০২৪ ৪:২৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সেই আর্টিস্ট বাবাকে সহায়তা করলো বরিশাল জেলা প্রশাসন 
Friday July 30, 2021 , 9:52 pm
Print this E-mail this

করোনা অনেকের জীবনের গতিপথ থামিয়ে দিয়েছে-সাজ্জাদ পারভেজ

সেই আর্টিস্ট বাবাকে সহায়তা করলো বরিশাল জেলা প্রশাসন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মেয়ের জন্য দুধ কিনতে না পারা সেই আর্টিস্ট বাবাকে সহায়তা করেছে বরিশাল জেলা প্রশাসন। শুক্রবার (জুলাই ৩০) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ আর্টিস্ট মাহবুব আলমের বাসায় যান। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাহবুব আলমের স্ত্রী ঝুমুর হাওলাদারের হাতে এক বস্তা চাল ও দুধ কেনার জন্য নগদ অর্থ তুলে দেন। সাজ্জাদ পারভেজ বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয় হলো করোনা অনেকের জীবনের গতিপথ থামিয়ে দিয়েছে। সংবাদটি দেখার পর আমি মর্মাহত হয়েছি এই বাবার অবস্থানের কথা চিন্তা করে। একইভাবে সংবাদটি জেলা প্রশাসক স্যারের দৃষ্টিগোচর হয়। তিনি নিজেই আমাকে বলেন, অসহায় এই বাবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। স্যারের নির্দেশ মোতাবেক আজকে খাদ্যসহায়তা ও নগদ অর্থ নিয়ে এসেছি। পরবর্তীতে আবেদন করলে জেলা প্রশাসন থেকে আরও অর্থসহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান। অন্যদিকে অসহায় আর্টিস্ট মাহবুব আলমকে অস্ট্রেলিয়ার সিডনি থেকে বরিশালের এক বাসিন্দা অর্থ সহায়তা পাঠিয়েছেন। নিজের নাম-ঠিকানা প্রকাশ না করার শর্তে ওই অস্ট্রেলিয়া প্রবাসী অর্থ সহায়তা পাঠান। সেই সহায়তা মাহবুব আলমের কাছে পৌঁছে দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার (জুলাই ২৯) রাত ৮টার দিকে ‘মেয়ের জন্য দুধ কিনতে আর্টিস্ট বাবা রিকশা নিয়ে রাস্তায়’ শিরোনামে ভিডিওসহ একটি সংবাদ প্রকাশ করে ঢাকা পোস্টে। সংবাদটি পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সংবাদটি। রাতেই পাঠকরা অসহায় বাবা মাহবুব আলমকে সহায়তা পাঠান। পরদিন জেলা প্রশাসন ও এক অস্ট্রেলিয়া প্রবাসী সহায়তা প্রদান করেন।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়