Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৬, ২০২৪ ৫:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাত পোহালেই পিরোজপুর কাউখালীর ২ ইউনিয়নের ভোট 
Saturday November 27, 2021 , 8:19 pm
Print this E-mail this

সুন্দর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন

রাত পোহালেই পিরোজপুর কাউখালীর ২ ইউনিয়নের ভোট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ও চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে কেন্দ্রে ব্যালট পেপার যাবে ভোটের দিন। আগামীকাল রবিবার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার দুই ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ইউনিয়ন দু’টিতে ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করবে ভোটাররা। ইতিমধ্যে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২৭ নভেম্বর) কেন্দ্রে কেন্দ্রে পৌঁছবে ভোট গ্রহণের সরঞ্জামাদি। তবে ব্যালট পেপার যাবে আগামীকাল রবিবার ভোট গ্রহণের দিন সকাল ছয়টায়। এ উপলক্ষে আজ শনিবার বেলা দুইটায় কাউখালী উপজেলা নির্বাচন অফিস থেকে বিতরণ করা হচ্ছে স্বচ্ছ ভোটের বাক্স, সিলমোহর, অমোচনিয় কালিসহ অন্যান্য আনুসাঙ্গিক সরঞ্জামাদি। ভোট গ্রহণের দায়িত্বরত কর্মকর্তারা এসব সরঞ্জামাদি গ্রহণ করে তা কড়া নিরাপত্তার মধ্যমে নিয়ে যাচ্ছেন কেন্দ্রে। সয়না রঘুনাথপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে কেন্দ্রের সংখ্যা ৯ টি, ভোট গ্রহণের কক্ষ ৩৯ টি ও চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে কেন্দ্রের সংখ্যা ৯ টি, ভোট গ্রাহনের কক্ষের সংখ্যা ৩২ টি। এই ইউনিয়ন দুইটিতে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণে নিযুক্ত আছেন ১৮ জন পুলিশও আনসার সদস্য। এছাড়াও থাকবে পুলিশের মোবাইল টিম বিজিবি, র‌্যাবের স্টাইকিং ফোর্স, ম্যাজিষ্ট্রেট ৮ জন ও একজন চিপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ জন দায়িত্ব পালন করবেন। এ ইউনিয়ন দুইটির মধ্যে সয়না রঘুনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪জন প্রার্থী এবং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে-৩১-জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে-১৪ জন-প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। কাউখালী উপজেলা নির্বাচন কর্মকতা মোঃ মিজানুর রহমান জানান, ভোট কেন্দ্রে ভোটের আগেরদিন শনিবার ভোট গ্রহণের সকল সরাঞ্জামাদী পৌছলেও নির্বাচন কমিশনের নির্দেশণা অনুযায়ী ব্যালট পেপার যাবে ভোটেরদিন সকাল ছয়টায়। তিনি জানান, সকাল ছয়টায় কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইটিং কর্মকর্তা তার একজন সহকারী প্রিজাইটিং কর্মকর্তা ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা নির্বাচন অফিসে এস ব্যালট গ্রহণ করবেন এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে নিয়ে যাবে। এছাড়া সুষ্ঠু ও নিরেপক্ষ ভোটগ্রহণের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি সুন্দর পরিবেশে ভোটাররা রবিবার (২৮ নভেম্বর) তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ