Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যথাযোগ্য মর্যাদায় বরিশালে শেখ কামালের জন্মবার্ষিকী পালন 
Thursday August 5, 2021 , 3:30 pm
Print this E-mail this

দিনটি উদযাপন উপলক্ষে দিনভর নানা কর্মসূচি অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় বরিশালে শেখ কামালের জন্মবার্ষিকী পালন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যথাযোগ্য মর্যাদায় বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে দিনভর নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সূত্রে জানা ড়েছে, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (আগস্ট ৫) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে অলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন-বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ তালুকদার মো: ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো। এছাড়া উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহেল মারুফ ও প্রশান্ত কুমার দাস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার মোঃ হুসাইন আহমাদসহ খেলোয়াড় ও সংগঠকবৃন্দরা। আলোচনা সভায় অতিথিরা শহীদ শেখ কামালের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গাছের চারা বিতরণ করা হয়। এর আগে বেলা ১২ টার দিকে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়