|
ওই কঙ্কাল চিথলিয়া গ্রামের নিখোঁজ লামিয়া আক্তারের কি না, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ
মেয়ে নিখোঁজের ৪ মাস পর পরিবার পেল বেনামি চিঠি, মাঠে মিলল কঙ্কাল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নিখোঁজের চার মাস পর চিরকুটের সূত্র ধরে লামিয়া আক্তার (১৮) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (মার্চ ১৩) দুপুরে খবর পেয়ে উপজেলার চিথলিয়া গ্রামের মোতাহার মোল্লার বাড়ির পাশের একটি জমি থেকে কঙ্কাল উদ্ধার করে পুলিশ। তবে ওই কঙ্কাল চিথলিয়া গ্রামের নিখোঁজ লামিয়া আক্তারের কি না, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। লামিয়া আক্তার নাজিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ মে লামিয়া আক্তার বিয়ের দাবিতে তরিকুল ইসলাম নামের এক যুবকের বাড়িতে অবস্থান করেন। পরে গ্রামবাসীর সহযোগিতায় তারিকুলের সঙ্গে তাঁর বিয়ে হয়। ওই বিয়ে তরিকুলের পরিবার মেনে নেয়নি। এ কারণে লামিয়া বাবার বাড়িতে বসবাস করতেন। তারিকুল নিয়মিত সেখানে যাওয়া-আসা করতেন। গত ৬ নভেম্বর রাতে তরিকুল ইসলাম তাঁর স্ত্রীকে ঘর থেকে তুলে নিয়ে যান। পরে সন্ধান না পেয়ে ৭ ডিসেম্বর স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে লামিয়ার পরিবার। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় জানতে পারে তরিকুল লামিয়াকে তুলে নিয়ে যান। এ ঘটনায় ২৫ ডিসেম্বর রাজিয়া বেগম (লামিয়ার মা) বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে নয়জনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেন। রোববার (মার্চ ১২) রাতে সাড়ে ৮টার দিকে লামিয়াদের ঘরের সিঁড়ির ওপর একটি বেনামি চিঠি দেখতে পায় তাঁর পরিবার। ওই চিঠিতে লেখা ছিল, ‘লামিয়ার লাশ মোজাহার মোল্লার বাড়ির পাশে বালুর মাঠের মধ্যে রাখা আছে’। পরে সোমবার সকালে পুলিশ ওই বালুর মাঠে যায়। সেখানে খনন করার একপর্যায়ে একটি কঙ্কাল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এটি কলেজছাত্রী লামিয়া আক্তারের কঙ্কাল। এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, লামিয়াদের বাড়িতে পাওয়া চিঠির সূত্র ধরে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। কঙ্কালের ডিএনএ নমুনা পরীক্ষার পর মরদেহের পরিচয় জানা যাবে।
Post Views: ০
|
|