Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মুখে কালো কাপড় বেঁধে ববি শিক্ষার্থীদের মিছিল, শ্রমিকদের ধর্মঘট স্থগিত, বাস চলাচল শুরু 
Sunday February 21, 2021 , 3:37 pm
Print this E-mail this

দুই শ্রমিককে মুক্তি না দিলে সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ফের ধর্মঘটের ঘোষণা পরিবহন শ্রমিকদের

মুখে কালো কাপড় বেঁধে ববি শিক্ষার্থীদের মিছিল, শ্রমিকদের ধর্মঘট স্থগিত, বাস চলাচল শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : হামলাকারী মূল হোতাকে গ্রেফতারসহ তিন দফা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মৌন মিছিল বের করে। মিছিলটি বরিশাল-কুয়াকাটা মহাসড়কসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে জড়ো হয়য়। সেখানেই অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আন্দোলকারী শিক্ষার্থীদের অন্যতম নেতা রক্তিম হাসান অমিতসহ একাধিক শিক্ষার্থী জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শিক্ষার্থীদের উপর হামলায় নেতৃত্বদানকারী মূল হোতাকে গ্রেফতারসহ তিন দফা দাবি আদায়ে বেলা সাড়ে ১১টার দিকে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করা হয়। এরপর অবস্থান কর্মসূচি পালিত শিক্ষার্থীরা। সন্ধ্যা প্রতিবাদি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাস ধর্মঘট স্থগিত করেছেন পরিবহন শ্রমিকরা। ফলে বরিশাল থেকে দক্ষিণের ১৭ রুটে বাস চলাচল শুরু হয়েছে। তবে গ্রেফতার দুই শ্রমিককে মুক্তি না দিলে সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ফের ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তারা। শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধর্মঘট কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাওছার হোসেন শিপন। তিনি জানান, শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় এম কে পরিবহনের সুপারভাইজার আবুল বাশার রনি (২৫) ও সাউথ বেঙ্গল পরিবহনের হেলপার মো: ফিরোজকে (২৪) গ্রেফতার করা হয়েছে। ফলে বরিশাল থেকে দক্ষিণের ১৭ রুটে বাস চলাচল বন্ধ ছিল। সন্ধ্যার পর শ্রমিকদের সঙ্গে বাস মালিক সমিতির নেতাদের বৈঠক হয়। বৈঠকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধর্মঘট প্রত্যাহারে অনুরোধ জানানো হয়। বৈঠক শেষে সন্ধ্য সাড়ে ৭টার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়া হয়। তিনি আরও বলেন, দুই শ্রমিককে মুক্তি দেয়া না হলে সোমবার থেকে ফের কর্মসূচি পালন করবে শ্রমিকরা। এর আগে গ্রেফতার দুই শ্রমিকের মুক্তির দাবিতে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরিবহন শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রায় সাড়ে ১০ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকায় সীমাহীন ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়