Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় ওয়াচ টাওয়ারের উদ্বোধন ১৬ জানুয়ারি 
Monday January 8, 2018 , 9:05 pm
Print this E-mail this

টাওয়ারটি নির্মানে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা

ভোলায় ওয়াচ টাওয়ারের উদ্বোধন ১৬ জানুয়ারি


নিজস্ব প্রতিবেদক : ভোলা জেলার চরফ্যাসন উপজেলায় নির্মীত ২২০ ফুট উচ্চতার ওয়াচ টাওয়ারটি আগামী ১৬ জানুয়ারি উদ্বোধন হচ্ছে। আইফেল টাওয়ারের আদলে নির্মিত টাওয়ারটি ওই দিন দুপুর ২টায় রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ উদ্বোধন করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ও পৌরসভার বাস্তবায়নে টাওয়ারটি নির্মানে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। শহরের প্রাণ কেন্দ্র ফ্যাসন স্কায়ারের পাশে নির্মিত সু-উচ্চ টাওয়ারটি উদ্বোধনের মধ্যে দিয়ে এই অঞ্চলে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। চরফ্যাসন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামিম হাসান জানান, ১৬ তালা বিশিষ্ট টাওয়ারটির ডিজাইন করেছেন কামরুজ্জামান লিটন। ২০১৩ সালের ফেব্র“য়ারি মাসে এর নির্মাণ কাজ শুরু করা হয়। মাটির ৭৫ ফুট নিচ থেকে ঢালাই-পাইলিং ফাউন্ডেশনের ওপর সম্পূর্ণ ইস্পাত দিয়ে নির্মিত টাওয়ারটি ৮ মাত্রার ভূমিকম্প সহনীয়। চারদিকে অ্যালুমিনিয়ামের ওপর রয়েছে ৫ মিলি ব্যাসের স্বচ্ছ গ্লাস। চূড়ায় ওঠার জন্য সিঁড়ির সঙ্গে ১৩ জন ধারণ ক্ষমতাসম্পন্ন থাকছে অত্যাধুনিক ক্যাপসুল লিফট। পৌরসভা সূত্র জানায়, ওয়াচ টাওয়ারটিতে স্থাপন করা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন বাইনোকুলার। যার সাহায্যে পর্যটকরা চর কুকরী-মুকরী, তারুয়া সৈকত এবং বঙ্গোপসাগরের একটি অংশসহ চারপাশে অবস্থিত ১০০ বর্গকিলোমিটার এলাকা পর্যবেক্ষণ ও উপভোগ করতে পারবেন। এছাড়া বিশ্রামাগরে, প্রাথমিক চিকিৎসাসহ রয়েছে খাবারের সু-ব্যবস্থা।




Archives
Image
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার
Image
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
Image
বরিশালে র‍্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
Image
১৭ বিয়ের অভিযোগে ডিএফও কবির হোসেন সাময়িক বরখাস্ত
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা