প্রচ্ছদ » স্লাইডার নিউজ » ভোলার চরফ্যাশন থেকে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব-৮
Saturday September 28, 2019 , 10:08 am
ভোলার চরফ্যাশন থেকে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব-৮
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার চরফ্যাশন থেকে মো: তরিকুল ইসলাম (৪০) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব-৮। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া আরও ১০ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭২ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। শুক্রবার চরফ্যাশন উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে এসব অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন। শুক্রবার রাত ১১ টার দিকে র্যাব-৮ এর এএসপি ও ভোলা ক্যাম্পের কমান্ডার আবুল কালাম আজাদ জানান, আটক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে চিকিৎসা দিয়ে আসছিল। এমন অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার হাসপাতাল রোড এলাকার চৌধুরী মেডিসিন কর্নার থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেয়া হয়। তিনি আরও জানান, এ সময় চরফ্যাশন উপজেলার ৩ টি ডায়গনস্টিক সেন্টার, একটি ডেন্টাল কেয়ার, ৫টি মেডিসিনের দোকান ও একটি ফলের দোকানে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানগুলোকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।