কেন তারা ফার্মেসী বন্ধ রেখেছে তা জানেন না, বিষয়টি তিনি দেখবেন-নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন
ভোলার চরফ্যাশনে সকল ফার্মেসী বন্ধ, ভোগান্তিতে রোগীরা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার চরফ্যাশন বাজারে সকল দোকানে প্রবেশ করে মাস্ক আছে কিনা তা দেখেছিলেন নৌ-বাহিনীর সদস্যরা। আজ সোমবার (১৫ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত তারা চরফ্যাশন বাজারের দোকানে প্রবেশ করে মাস্ক আছে কিনা দেখেন। এ সময় সদর রোডে অবস্থিত রুমা ড্রাগ সহ কয়েকটি ফার্মেসী মালিক ও স্টাফদের মারধর করেন প্রশাসন। এর জের ধরে চরফ্যাশন ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সিদ্ধান্ত মোতাবেক সকল ফার্মেসী বন্ধ করে দেয়া হয়েছে। এতে রোগীরা ঔষধ নিতে এসে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে। এদিকে ঔষধের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জালাল আহমেদ বলেছেন, আমাদের লোকজনকে প্রশাসন অমানবিক নির্যাতনের কারণে আমরা ফার্মেসী বন্ধ রেখেছি। তবে কবে কি ভাবে খুলবেন তার উত্তর তিনি দেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, কেন তারা ফার্মেসী বন্ধ রেখেছে তা জানেন না। বিষয়টি তিনি দেখবেন।