Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ১:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলায় করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবের উদ্বোধন 
Monday July 13, 2020 , 3:40 pm
Print this E-mail this

ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ভিডিও কনফারেন্সর মাধ্যমে এর কার্যক্রম উদ্বোধন করেন

ভোলায় করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবের উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলায় উদ্বোধন হলো করোনা (কোভিড-১৯) পরীক্ষার জন্য পিসিআর ল্যাব। ইতোমধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালে গত মাসের ২১ তারিখ ল্যাব স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) বেলা ১টার সময় ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ঢাকা থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে এর কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, আরো উপস্থিত ছিলেন-সদর হাসপাতালের সিভিল সার্জন রতন কুমার ঢালী, তত্তাবধায়ক সিরাজুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু ও স্থানীয় নেতা কর্মীরা এবং বিভিন্ন সংবাদ কর্মীরা ও উপস্থিত ছিলেন। ভোলা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ল্যাবটি স্থাপন শেষ হলেও এতদিন দক্ষ জনবল নিয়োগের অভাবে চালু করা সম্ভব হয়নি। সম্প্রতি ২ জন ল্যাব কনসালটেন্ট, ৫ জন টেকনোলজিস্ট, ৩ জন চিকিৎসক ও ৯জন সেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে ল্যাবটির অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ ও মেশিনারিজ স্থাপন করেছে স্থাস্থ্য বিভাগ। ভোলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কাজী শরীফ উদ্দিন আহমেদ জানান, গত ১০ জুন ল্যাব এর অবকাঠামো নির্মাণের কাজ শেষ করে গণপূর্ত বিভাগ। ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দ্বিতীয় তলায় প্রায় ৯০০ বর্গ ফুট যায়গায় ৩২ লক্ষ টাকা ব্যায়ে ল্যাবটি স্থাপন করেন।




Archives
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
Image
পাচারের অর্থ গচ্ছিত রেখে অপরাধে শরিক না হওয়ার আহ্বান, জাতিসংঘে ড. ইউনূস