|
প্রেমের ব্যপারে কখনোই রাখঢাক করেননি এই বঙ্গসুন্দরী
ভাঙনের পথে সুস্মিতা-রহমানের সম্পর্ক!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে মডেল রহমান শোলের প্রেমের খবর সকলের জানা। প্রেমের ব্যপারে কখনোই রাখঢাক করেননি এই বঙ্গসুন্দরী। তাই ১৫ বছরের ছোট বয়ফ্রেন্ডের সঙ্গেও নিজের সম্পর্ক কোনো দিন গোপন রাখেননি। তাদের রোম্যান্স ছিলো বেশ আলোচিত। তবে গত কয়েকদিন ধরেই যখন এই জুটির বিয়ের জল্পনা-কল্পনা শোনা গেছে, ঠিক তখনই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায় বলিউডে। বুধবার (২২ ডিসেম্বর) ইনস্টাগ্রামের দেওয়ালে বিচ্ছেদ নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করেন প্রাক্তন এই সুন্দরী।

যার জেরে ফ্যানদের মনে প্রশ্ন তবে কী ভেঙে গেলো সুস্মিতা সেন-রোমানের সম্পর্ক? ইনস্টাগ্রামের দেওয়ালে ঠিক কী লিখেছেন সুস্মিতা? ‘সমস্যাটা হলো মেয়েরা সবসময়ই ভাবে ছেলেরা পাল্টে যাবে, কিন্তু সেটা বাস্তবে ঘটে না। ছেলেরা ভুল করতেই থাকে, আর ভাবে মেয়েরা কখনো ছেড়ে যাবে না। কিন্তু সে যাবে। সঙ্গে সুস্মিতা জুড়ে দেন দুটি হ্যাশট্যাগ আর লেখেন ‘আমি তোমাদের ভালোবাসি!!’ রহমান শাল-সুস্মিতার প্রেমের কাহিনি শুরু হয় ইনস্টাগ্রামের মাধ্যমে। রোমান কাশ্মীরের ছেলে। বড় হয়েছেন নৈনিতালে। দেরাদুনে ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা শেষ করে আচমকা মডেলিং শুরু করেন। তিনি পাঁচ-ছয় বছর মডেলিং করার পর মুম্বাইতে পাড়ি দেন। মুম্বাইতে থাকাকালীন ইনস্টাগ্রাম মেসেজের মাধ্যমে সুস্মিতার সঙ্গে তার পরিচয় হয়। সুস্মিতাকে সোশ্যাল মিডিয়ায় মেসেজ করেছিলেন রোমান। সেইসময় রোমানের মেসেজ দেখেই মন গলে গিয়েছিলো সুস্মিতার। তখন থেকেই শুরু আলাপচারিতা। ঘটনাটা প্রায় বছর তিন আগের। ২০১৮ সালের জুলাই মাস থেকে শুরু সুস্মিতা- রহমান শাল প্রেম সম্পর্ক। সিঙ্গল মাদার সুস্মিতার দুই কন্যা রেনে ও আলিশার সঙ্গেও দারুণ সম্পর্ক রহমান । হামেশাই ভালোবাসায়মাখা ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় তাদের। দুজনের লিভ ইন সম্পর্কে স্বীকৃতি রয়েছে সুস্মিতার পরিবারেরও। ভারতীয় এক গণমাধ্যমে, বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে রহমান শাল জানান, সুস্মিতা এবং তিনি বিয়ের সিদ্ধান্ত নিলে, তা সবার সঙ্গে ভাগ করে নেবেন। ভবিষ্যতে কী হবে, সেই বিষয় এখনই ভেবে মাথা খারাপ করতে রাজি নন তারা।
Post Views: ০
|
|