Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৬, ২০২৪ ৬:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিশ্বরেকর্ডের প্রস্তুতির সময় বাইক রাইডারের মৃত্যু 
Friday June 18, 2021 , 5:55 pm
Print this E-mail this

ইতোমধ্যে হারভিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট

বিশ্বরেকর্ডের প্রস্তুতির সময় বাইক রাইডারের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডেয়ারডেভিল মোটরসাইকেল রাইডার অ্যালেক্স হারভিল বৃহস্পতিবার (১৭ জুন) মারা গেছেন। ২৮ বছর বয়সী এই তরুণ গিনেস ওয়ার্ল্ডে নাম লেখানোর আশায় নতুন রাইডের প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন। তবে কীভাবে এ রাইডারের মৃত্যু ঘটেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি সিএনএনের প্রতিবেদনে। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে ওয়াশিংটন পুলিশ। ইতোমধ্যে হারভিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গেছে, গ্রান্ট কাউন্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অনুশীলন করছেন তিনি। সেখানে বিমের দিকে সরাসরি তাঁর বাইক যেতে দেখা যায়। এদিকে ওয়াশিংটনের স্থানীয় কর্মকর্তারা অ্যালেক্সের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, অ্যালেক্সের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।ওয়াশিংটনের বাসিন্দা এই দুর্দান্ত বাইক রাইডার অ্যালেক্স হারভিল। মোসেস লেক এয়ারশো জানিয়েছে, অস্ট্রেলিয়ার রবি ম্যাডিসনের দখলে থাকা ৩৫০ ফুট জাম্পের রেকর্ডটি নিজের দখলে নিতে অনুশীলন করে যাচ্ছিলেন হারভিল। ২০০৮ সালের ২৯ মার্চ রেকর্ডটি গড়েন রবি। যা ১৩ বছর ধর অক্ষত রয়েছে। তবে গিনেস বুকে নাম লিখিয়েছেন অ্যালেক্স হারভিল। ২০১৩ সালে ২৯৭ ফুট জাম্পের রেকর্ডটি তাঁর।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ