Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিনামূল্যে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ 
Wednesday May 18, 2022 , 12:56 pm
Print this E-mail this

প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে গ্রাহকরা অতিরিক্ত কিছু ফিচার ব্যবহার করতে পারবেন

বিনামূল্যে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এতোদিন সম্পূর্ণ বিনামূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা গেলেও এখন টাকা খরচ করতে হবে। তবে এটি শুধু যারা হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য। হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে হাজির হয়েছে মার্কিন সংস্থাটি। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে এই সাবস্ক্রিপশন মডেল লঞ্চ করা হয়েছে। প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে গ্রাহকরা অতিরিক্ত কিছু ফিচার ব্যবহার করতে পারবেন। প্রিমিয়াম সাবস্ক্রিপশন গ্রাহকরা একসঙ্গে ১০টি ডিভাইস থেকে বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ পাবেন। ডবলুবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেক্সটপ গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফিচার নিয়ে আসা হয়েছে। তবে বিজনেস অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন বাধ্যতামূলক নয়। চাইলে বিনা মূল্যের অ্যাকাউন্ট ব্যবহার চালিয়ে যেতে পারবেন তারা। তবে বাড়তি কোনো ফিচার ব্যবহারের সুবিধা পাবেন না। প্রিমিয়াম সাবস্ক্রিপশন গ্রাহকরা অতিরিক্ত বিভিন্ন সুবিধা পাবেন। যা বিনা মূল্যে বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরা পাবেন না। বর্তমানে যে কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সর্বোচ্চ ৪টি ডিভাইস থেকে লগ ইন করা যায়। সাবস্ক্রিপশনের পর তা ব্যবহার করা যাবে ১০টি ডিভাইস থেকে। এছাড়াও এই গ্রাহকরা নিজেদের প্রোফাইলের জন্য কাস্টম লিঙ্ক তৈরির সুযোগ পাবেন। প্রিমিয়াম সাবস্ক্রিপশনে লিঙ্কের মধ্যে কোম্পানির নাম ব্যবহার করা যাবে।

সূত্র : ডবলুবিটাইনফোর




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়