|
এর আগে গঙ্গা বিলাস ৪ জন জার্মান ও দু’জন সুইস পর্যটক নিয়ে বরিশাল ঘুরে গেছে
বিদেশি পর্যটক নিয়ে পিরোজপুরের কাউখালী ঘুরে গেল ‘গঙ্গা বিলাস’
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারত থেকে আসা বিশ্বের দীর্ঘ যাত্রার প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ জাহাজটি পর্যটক নিয়ে পিরোজপুরের কাউখালী পরিদর্শন করেছে। শনিবার (এপ্রিল ৮) জাহাজে আসা বিদেশি ২২ পর্যটক উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (এপ্রিল ৭) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাহাজটি কাউখালী স্টিমার ঘাটে ২২ বিদেশি পর্যটক নিয়ে নোঙর করে। এদের মধ্যে ২০ জন নরওয়ের, ২ জন কানাডিয়ান। এ পর্যটকদের গাইডের দায়িত্বে থাকা কায়েস খান জানান, গত ১ এপ্রিল কলকাতা থেকে পর্যটকদের নিয়ে যাত্রা শুরু করে গঙ্গা বিলাস।
 প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’
পরে গত ৪ এপ্রিল মঙ্গলবার খুলনার কয়রার আংটিহারা বন্দর হয়ে বুধবার মোংলা বন্দরে প্রবেশ করে জাহাজটি। শনিবার সকালে কাউখালীর সোনাকুরের মৃৎশিল্প, কাউখালী শ্মশান, শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রম ও কাঁচাবাজার পরিদর্শন করেছেন তারা। এরপর বিকেলে কাউখালী থেকে বরিশালের উদ্দেশে জাহাজটি আবার যাত্রা করেছে। এরপর (এপ্রিল ১১) নারায়ণগঞ্জ ও সোনারগাঁও ঘুরে ১২ এপ্রিল ঢাকা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরে যাবেন পর্যটকরা। আর খালি জাহাজটি ফিরে যাবে ভারত। তিনি আরও জানান, ৬২ মিটার দৈর্ঘ ও ১২ মিটার প্রস্থের প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ ৩টি ডেকসহ পাঁচ তারকামানের জাহাজটিতে ৩৬ যাত্রী থাকার বিলাসবহুল কামরা, ২টি আধুনিক রেস্তোরাঁ, পানশালা, স্পা সেন্টারসহ নানা সুযোগ সুবিধা রয়েছে। এর আগেও গত ২০ মার্চ গঙ্গা বিলাস চারজন জার্মান ও দু’জন সুইস পর্যটক নিয়ে বরিশাল ঘুরে গেছে।
Post Views: ০
|
|