Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম মেডিকেল হাসপাতালে করোনা সনাক্তকরণ ল্যাব স্থাপনের আবেদন 
Saturday March 21, 2020 , 1:53 pm
Print this E-mail this

আবেদনে দক্ষিণাঞ্চলের সার্বিক জনসংখ্যা, বিদেশ ফেরত এবং করোনা আক্রান্তের চিত্র তুলে ধরেন বরিশাল জেলা প্রশাসক

বরিশাল শেবাচিম মেডিকেল হাসপাতালে করোনা সনাক্তকরণ ল্যাব স্থাপনের আবেদন


নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগে শুক্রবার (২০ মার্চ) পর্যন্ত ৭৬৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পিরোজপুর ও বরিশাল জেলায় ৩ জন রয়েছেন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি। করোনার মহামারিতে এই বিভাগেও আঘাত হানার শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। আর স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিপুল পরিমান মানুষ রয়েছে এই বিভাগে যারা বিদেশ ফেরত। কমপক্ষে ১০ হাজার মানুষ বিদেশ ফেরত থাকলেও তাদের শরীরে করোনা ভাইরাস রয়েছে কিনা তা পরীক্ষা করার কোন ব্যবস্থা নেই বরিশালে। অথচ দেশের বাকি ৭টি বিভাগে করোনা আক্রান্তের পরীক্ষা কেন্দ্র স্থাপন করছে সরকার। এতে করে উদ্বেগের মধ্যে পরেছে স্থানীয় জনপ্রশাসন বিভাগ। বরিশাল জেলা প্রশাসন জানিয়েছেন, বাকি ৭টি বিভাগের মত বরিশাল বিভাগেও যেন করোনা আক্রান্তের পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয় তার আবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান দক্ষিণাঞ্চলের সার্বিক জনসংখ্যা, বিদেশ ফেরত এবং করোনা আক্রান্তের চিত্র তুলে ধরে এই আবেদন করেন। শুক্রবার মন্ত্রণালয়ে তিনি চিঠি প্রেরণ করেন। এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, দক্ষিণাঞ্চলের মধ্যে সবচেয়ে উপযুক্ত হাসপাতাল হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। আমি এই অঞ্চলের মানুষের জন্য এই হাসপাতালে যেন করোনা ভাইরাস সনাক্তকরণ ল্যাব স্থাপন করা হয় তার জন্য আবেদন জানিয়েছি।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়