Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা পুলিশ লাইন্সের ব্যারাকে নিজের গলায় গুলি করে এক পুলিশের আত্মহত্যা! 
Friday March 6, 2020 , 6:57 pm
Print this E-mail this

চিঠির বাইরেও হৃদয়ের মানিক ব্যাগে এক তরুণীর ছবি খুঁজে পাওয়া গেছে

বরিশাল জেলা পুলিশ লাইন্সের ব্যারাকে নিজের গলায় গুলি করে এক পুলিশের আত্মহত্যা!


নিজস্ব প্রতিবেদক : বরিশাল পুলিশ লাইন্সে বন্দুক দিয়ে নিজ গলায় গুলি চালি চালিয়ে আত্মহত্যা করা হৃদয় চন্দ্র সাদ (২২) নামের পুলিশ কনস্টেবলের হাতে লেখা দুটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নিজের বাবা ও ছোট ভাইকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠি দুটিতে লেখা রয়েছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়।’ অবশ্য চিঠির বাইরেও হৃদয়ের মানিক ব্যাগে এক তরুণীর ছবি খুঁজে পাওয়া গেছে। ফলে তাঁর এই আত্মহত্যা প্রেম জনিত করণে হতে পারে বলে ধারণা করছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও হৃদয়ের সহকর্মীরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম। তিনি জানান, ‘নিহত পুলিশ কনস্টেবল হৃদয় চন্দ্র দাস ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট চকদুশ এলাকার বাসিন্দা সুকন্ঠ চন্দ্র দাস এর ছেলে। বিগত ১ বছর ৩ মাস পূর্বে বরিশাল জেলা পুলিশে কনস্ট্রেবল পদে নিয়োগ হয় তাঁর। বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: নাইমুল হক বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ব্যারাক হাউসের সামনে সেন্ট্রি ডিউটিতে ছিলেন হৃদয় চন্দ্র দাস। এরপর শুক্রবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে বরিশাল জেলা পুলিশ লাইন্সের নবনির্মিত ছয় তলা ব্যারাক হাউসের ছাদে তাঁর গুলিবিদ্ধ রাক্তাক্ত মরদেহ পাওয়া যায়। মরদেহের পাশেই পড়ে ছিল তাঁর নামে ইস্যু হওয়া বন্দুকটি। তিনি আরও জানান, ‘মৃত কনস্টেবল এর পকেট থেকে দুটি চিঠি এবং মানিব্যাগ থেকে একটি মেয়ের ছবি উদ্ধার করা হয়েছে। হৃদয়ের ব্যাচমেটদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী প্রেম সংক্রান্ত কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তবে পুরো বিষয়টি ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে। তাছাড়া অস্ত্রসহ ছাদে যাওয়ার বিষয়টি যদি কোন পুলিশ সদস্য’র দায়িত্ব অবহেলার প্রমান মেলে সে ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) মো: রাসেল আহমেদ বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়