Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘সুইমিং পুল’ ২৬ বছর ধরে অচল 
Wednesday January 12, 2022 , 1:02 pm
Print this E-mail this

ভুতুড়ে পরিবেশ, চরম ক্ষুব্ধ ক্রীড়া সংগঠকরা, দ্রুততম সময়ে পুলটি সংস্কারের দাবি

বরিশালে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘সুইমিং পুল’ ২৬ বছর ধরে অচল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ৪ কোটি টাকা ব্যয়ে বরিশালে ২৬ বছর আগে সুইমিং পুল নির্মাণ করা হয়েছিল। তবে উদ্বোধনের পর থেকেই তা অচল। সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ। এ নিয়ে চরম ক্ষুব্ধ ক্রীড়া সংগঠকরা। দাবি জানিয়েছেন দ্রুততম সময়ে পুলটি সংস্কারের। বরিশাল অঞ্চলের একমাত্র সুইমিং পুলটি উদ্বোধন হয় ২০০০ সালের ১১ এপ্রিল। তবে উদ্বোধনের পর কখনই আনুষ্ঠানিকভাবে ব্যবহার হয়নি বলে অভিযোগ খেলোয়াড়দের। জাতীয় মানের সাঁতারু তৈরি তো দূরে থাক, খেলোয়াড়দের শারীরিক গঠনে যে স্বপ্ন থেকে সুইমিং পুল নির্মাণের দাবি ছিল তা স্বপ্নই থেকে গেছে। তাদের অভিযোগ, সুইমিং পুল নির্মাণ প্রকল্পের অর্থ লোপাট হয়েছিল। নিম্নমানের হওয়াতে যা কখনই চালু করা যায়নি। সরকারের কোটি কোটি টাকা নষ্ট হওয়ায় ক্ষোভ জানিয়ে দ্রুত সংস্কার করে চালুর দাবি ক্রীড়া সংগঠকদের। ৪ লাখ ৩২ হাজার গ্যালন পানি ধারণ ক্ষমতা সম্পন্ন সুইমিং পুলটি ব্যবহারর অনুপযোগী হওয়ার পেছনে নির্মাণ ক্রুটিকেই দুষলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলো। সুইমিং পুল ঠিক কবে চালু হবে এর সদুত্তর দিতে না পারলেও সংস্কারের প্রয়াজন বলে মনে করেন সংস্থার সভাপতি। প্রায় ৪ কাটি টাকা ব্যয়ে তৈরি করা সুইমিং পুলটি বছরের পর বছর ধরে বেহাল পড়ে আছে। খেলোয়াড়, ক্রীড়া সংগঠকদের দাবি-সরকারের নজরদারিতে এই পুল, তথা বিভাগীয় শহর বরিশালের ক্রীড়াঙ্গণকেও চাঙা করা হোক। জানা গেছে, বরিশালের মানসম্পন্ন সাতারু সৃষ্টি এবং শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে সুইমিং পুল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। জাতীয় ক্রীড়া পরিষদ নগরীর চাঁদমারী স্টেডিয়ামের বাইরে সুইমিং পুলের জন্য স্থান নির্বাচন করে। ৪ কোটি টাকা ব্যয়ে ১৯৯৭ সালের ১ জুন সুইমিং পুলের নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে সুইমিং পুলটি উদ্বোধন করা হয় ২০০০ সালের ১১ এপ্রিল।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়