Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ৩০, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ১০ হাজার মানুষ হোম কোয়ারেন্টাইনের বাইরে, উদ্বিগ্ন প্রশাসন! 
Thursday March 19, 2020 , 8:24 pm
Print this E-mail this

করোনা প্রতিরোধে পুলিশের করনীয় বিষয়ে দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম

বরিশালে ১০ হাজার মানুষ হোম কোয়ারেন্টাইনের বাইরে, উদ্বিগ্ন প্রশাসন!


নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগে ১০ হাজারের বেশি প্রবাসী দেশে ফিরলেও হোম করেন্টাইনে আছে মাত্র ৪০৭ জন। দেশে ফেরা প্রায় ১০ হাজার মানুষের হদিস পাচ্ছে না বিভাগীয় প্রশাসন। সঠিক ঠিকানা না থাকায় যথাযথ কোয়ারেন্টাইন নিশ্চিত করা যাচ্ছে না। বিভাগীয় প্রশাসন জানিয়েছে, গত ১৯ দিনে বরিশাল বিভাগের ১০ হাজার ৩০৩জন প্রবাসী দেশে ফিরেছে। তাদের মধ্যে মাত্র ৪০৭ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত হয়েছে। তবে পুলিশের বিশেষ শাখার তালিকা অনুযায়ী সবাইকে খুঁজে বের করে কোয়ারেন্টাইন নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিভাগীয় প্রশাসনের কমকর্তারা। গত বৃহষ্পতিবার বিভাগীয় প্রশাসনের উদ্যোগে প্রবাস ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বরিশালের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের ভিডিও কনফান্সে করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর কাশীপুরে তাদের নিজ নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্স করেন তারা। একইভাবে করোনায় বিভাগের পুলিশ সদস্যদের করণীয় এবং প্রবাস ফেরতেদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন রেঞ্জ ডিআইজি। বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, গত পহেলা মার্চ থেকে দেশে ফিরেছেন বরিশালের ১০ হাজার ৩০৩ জন প্রবাসী। তাদের অনেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এ কারণে তাদের সকলকে খুঁজে পাচ্ছে না প্রশাসন। গোয়েন্দা পুলিশের দেওয়া তালিকা অনুযায়ী এ পর্যন্ত ৪০৭ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত হয়েছে। বাকীদের খুঁজে পেতে বিভাগের ৬ জেলা ও ৪০ উপজেলা প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে সতর্ক করা হয়েছে। সম্মিলিতভাবে প্রবাস ফেরতদের খুঁজে কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ সকলেল প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পর্যটন কেন্দ্র, পার্ক, কোচিং সেন্টার, শপিং মল, সিনেমা হল সহ জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ব্যতয় হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সিভিল প্রশাসনের পাশাপাশি করোনা প্রতিরোধে পুলিশের করনীয় বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম। গতকাল তার নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের নিজেদের সতর্ক থেকে প্রবাস ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার নির্দেশনা দেন।

ডিআইজি মো: শফিকুল ইসলাম বলেন, এই সংকট মোকাবেলায় সম্মিলত উদ্যোগ প্রয়োজন। প্রবাস ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। কেউ যদি হোম কোয়ারেন্টাইন অমান্য করেন তাদের সরকারী নির্দেশ মানতে বাধ্য করা হবে। অন্যদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: বাসুদেব কুমার দাস জানিয়েছেন, প্রবাস ফেরতদের মাধ্যমেই করোনা ছড়াচ্ছে। তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে না পারলে বড় বিপর্যয় হতে পারে। কারোর মধ্যে করোনার লক্ষন দেখা দিলে তাকে বিশেষায়িত হাসপাতালে আইসল্যুশনে রাখাসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান। করোনা সংক্রামন থেকে দূরে থেকে রোগীদের সেবা দিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের অন্যান্য জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য পিপি (সুরক্ষা সরঞ্জামাদী) সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল থেকে এই সুরক্ষা সরঞ্জামাদী বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: বাসুদেব কুমার দাস।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়