Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ৩০, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চালসহ এক মুদি দোকানি আটক 
Wednesday September 29, 2021 , 5:56 pm
Print this E-mail this

মোশারফকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

বরিশালে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চালসহ এক মুদি দোকানি আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত দুই বস্তা সরকারি চালসহ মোশারফ আলী সর্দার (৫৮) নামের এক মুদী দোকানিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (সেপ্টেম্বর ২৯) দুপুর আড়াইটার দিকে নগরীর ১০নং ওয়ার্ড ভাটারখাল এলএসডি ঘাট এলাকা থেকে এ চাল উদ্ধার করা হয়। তবে হতদরিদ্রদওে জন্য সরকারি বরাদ্দকৃত চাল কিভাবে এখানে এসেছে তা তদন্ত করে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হতদরিদ্রদের জন্য ১০ কেজি করে দেয়া প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ৩০ কেজির দুই বস্তা চাল বিক্রির জন্য ভাটারখাল এলাকার মৃত কুজ্জত আলীর পুত্র মুদি দোকানী মোশারফ তার বাসায় রাখেন। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে সরকারি দুই বস্তা চাল জব্দ এবং এ অপরাধে জড়িত থাকায় মোশারফ আলী সর্দারকে আটক করেন। ওসি (তদন্ত) লোকমান হোসেন জানান, চালের বস্তা দুটি মোশারফের বাসায় কিভাবে আসল তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়ায় যায়নি। তবে মোশারফ দাবি করছে, তার বাসার পেছনে কেউ চালগুলো রেখে গেছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য মোশারফকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়