Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় ৩ মাইক্রোবাস চালক ও ৬ লঞ্চ যাত্রীর অর্থদণ্ড 
Friday June 5, 2020 , 9:12 pm
Print this E-mail this

করোনা পরিস্থিতিতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার দিনভর অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেয়া হয়

বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় ৩ মাইক্রোবাস চালক ও ৬ লঞ্চ যাত্রীর অর্থদণ্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে সড়ক ও নৌ পথে ঝুঁকিমুক্ত যাত্রা নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে বরিশাল জেলা প্রশাসন কর্তৃপক্ষ। এসময় স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহনের অপরাধে ৩টি মাইক্রোবাস ও ৬ যাত্রীকে ১৮ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। করোনা পরিস্থিতিতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার দিনভর অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাৎ হোসেন ও মো: নাজমুল হুদার নেতৃত্বে পৃথক দুটি মোবাইল কোর্টে ওই দণ্ডাদেশ দেয়া হয়।

এর মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অতিরিক্ত সংখ্যক যাত্রী পরিবহনের অপরাধে ৩টি মাইক্রোবাসের চালককে ১৫ হাজার অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাৎ হোসেন। এছাড়া বিকালে নগরীর লঞ্চঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হুদা ও শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এসময় মাস্ক না পড়া ও পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ৬ জন যাত্রীকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেন। সকাল থেকে পৃথক তিনটি অভিযানে সহযোগিতা করেন-বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার, র‌্যাব-৮, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও নৌ পুলিশের পৃথক টিম।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়