মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মুলাদীতে স্ত্রীকে হত্যা করে লাশ গুম করায় অভিযুক্ত স্বামী সোহরাব হোসেন আকনকে (৪৮) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সেইসঙ্গে আসামিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। রোববার (অক্টোবর ৫) দুপুরে বরিশাল নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা: রকিবুল ইসলাম এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহরাব মুলাদী উপজেলার তেরচর গ্রামের মৃত্য লাল মিয়া আকনের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মো: মোখলেচুর রহমান বাচ্চু জানান, দুই লক্ষ টাকা যৌতুকের জন্য উপজেলার তেরচর গ্রামে দ্বিতীয় স্ত্রী এলমা আক্তার লিমাকে নিয়মিত নির্যাতন করতো সোহরাব। ২০১৩ সালে ১লা ডিসেস্বর লিমাকে গলাটিপে হত্যা করে লাশ গুম করে সে। এ ঘটনায় লিমার বোন ডলি বেগম বাদী হয়ে মুলাদী থানায় মামলা করে। পরে ২০১৪ সালের ২০ মে তদন্ত শেষে আদালতে চার্জশিট প্রদান করে মামলার কর্মকর্তা এস আই মো: জুবায়ের। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষ আজ (রোববার) এ রায় প্রদান করেন। তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় আসামি সোহরাব হোসেন আকন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।