Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ৩০, ২০২৪ ১০:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ‘মনিরাম সেবা ইউনিটি গ্রুপ’ গৃহবন্দী মানুষগুলোর বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী 
Monday May 11, 2020 , 10:11 pm
Print this E-mail this

রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে কর্মরত এক পুলিশ সদস্য’র হাতে গড়া সামাজিক ও স্বেচ্ছসেবী সংগঠন ‘মনিরাম সেবা ইউনিটি গ্রুপ’

বরিশালে ‘মনিরাম সেবা ইউনিটি গ্রুপ’ গৃহবন্দী মানুষগুলোর বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী


বিশেষ প্রতিনিধি : করোনার ভয়াল আগ্রাসনে কর্মহীন মানুষগুলো ঘরবন্দী হয়ে চরম অনিশ্চয়তার মধ্যে জীবন-যাপন করছেন। অসহায় ও বিপন্ন এ জনগোষ্ঠির প্রায় শতাধিক পরিবারের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাড়িয়েছেন মানবিক এক পুলিশ সদস্য। বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে কর্মরত এ পুলিশ সদস্য তার হাতে গড়া সামাজিক ও স্বেচ্ছসেবী সংগঠন ‘মনিরাম সেবা ইউনিটি গ্রুপ’ এর সদস্যদের নিয়ে গৃহবন্দী মানুষগুলোর বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী। সংগঠনের কর্মীদের মাধ্যমে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের অসহায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ করে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট নিয়ে তাদের বাড়িতে বাড়িতে হাজির হচ্ছেন তিনি। বৃহস্পতিবার (৭ মে) বিকেল থেকে তার এই মানবিক সহায়তার কার্যক্রম চলছে। শুক্রবার (৮ এপ্রিল) স্থানীয় মনিরাম বাজার সংলগ্ন কয়েকটি বাড়িতে নিজ হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। এসময় রাশেদ বাবু, ইব্রাহিম, নয়ন, তাছিন কামাল, রুহিন, তারিম, অহিদসহ সংগঠনের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এদিকে পুলিশ সদস্য রাজিব হোসেন এমন মানবিক কাজ করে এলাকাবাসীর হৃদয় জিতে নিয়েছে। তারা পুলিশ সদস্য ও তার সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। পুলিশ সদস্য রাজিব হোসেন বলেন, ঘরে থাকা কর্মহীন অসহায় অনেক পরিবারেই একদিন কাজ না করলে রান্না হয় না। এটি নিয়ে চিন্তা করতে গিয়েই কিছু করার ইচ্ছে জাগলো। এক্ষেত্রে ‘মনিরাম সেবা ইউনিটি গ্রুপ’ এর সকল সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আমাকে বেশ সহযোগিতা করেছে। ভবিষ্যতেও আমাদের সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষগুলোর জন্য এ সহযোগিতা অব্যাহত থাকবে।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়