Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ১২:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পাবে ৯০ হাজার অসহায় পরিবার 
Wednesday May 6, 2020 , 11:12 pm
Print this E-mail this

স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের জনসংখ্যার প্রাপ্যতা অনুযায়ি দু:স্থ মানুষের সুযোগ দেয়ার জন্য নির্দেশনা প্রদান

বরিশালে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পাবে ৯০ হাজার অসহায় পরিবার


শামীম আহমেদ : দেশে করোনা ভাইরাস বিস্তার লাভ করায় কর্মহীন ও অসহায় লোকজানের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর মানবিক বিচেনায় ২০ কেজি করে খাদ্য সহায়তা প্রদানের লক্ষে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে খাদ্য সহায়তা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বরাদ্দের ধারাবাহিকতায় বরিশাল জেলায় ৯০ হাজার অসহায় পরিবার এই খাদ্য সহায়তার আওতায় আনা হবে। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, মাঠ পর্যায়ের তথ্য, পরিসংখ্যান ব্যুরোর তথ্য, জনসংখ্যা, দারিদ্রতার হার, সম্পদের প্রাপ্যতা ইত্যাদি বিবেচনা করে এলাকায় বন্টনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। জনসংখ্যা হিসাব অনুযায়ী তালিকায় বরিশাল সদর উপজেলায় ৯৯৬০ পরিবার, আগৈলঝাড়া উপজেলায় ৬৭৪০ পরিবার, বাবুগঞ্জে ৬৩৩০ পরিবার, বাকেরগঞ্জে ১৪১৫০ পরিবার, বানারীপাড়ায় ৬৬৮০ পরিবার, গৌরনদীতে ৮৫১০ পরিবার, হিজলায় ৬৫৮০ পরিবার, মেহেন্দিগঞ্জে ১২৫৭০ পরিবার, মুলাদীতে ৭৮৮০ পরিবার, উজিরপুরে ১০৬০০ পরিবার, সহ মোট ৯০ হাজার পরিবার ২০ কেজি করে খাদ্য সহায়তা (চাল) পাবেন। এদিকে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন এক সভায় উপজেলার পাঁটচি ইইনয়নে ৬৭৪০টি পরিবারের মধ্যে পরিসংখ্যান ব্যুরোর তথ্য, জনসংখ্যা, দারিদ্রতার হার, সম্পদের প্রাপ্যতা ইত্যাদি বিবেচনা করে বন্টন করা হয়েছে। বন্টন অনুযায়ি রাজিহার ইউনিয়নে ১৪৮২ পরিবার, বাকাল ইউনিয়নে ১২৮১ পরিবার, বাগধায় ১৪১৫ পরিবার, গৈলায় ১২৮১ পরিবার ও বাগধায় ১২৮১ পরিবার। উপজেলা প্রশাসনের সভায় স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের জনসংখ্যার প্রাপ্যতা অনুযায়ি দু:স্থ মানুষের সুযোগ দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।




Archives
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন
Image
থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা তুলে ধরতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
Image
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Image
বরিশালে চার কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
Image
বরিশাল শেবাচিম থেকে ১০ নারীসহ চক্রের ২৫ সদস্য আটক