Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নারীকে কুপিয়ে হত্যা, আহত ৫ 
Thursday September 29, 2022 , 2:10 pm
Print this E-mail this

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে

বরিশালে নারীকে কুপিয়ে হত্যা, আহত ৫


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ছাগলের জন্য জমির পাশ থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলায় প্রবাসীর স্ত্রীর ভাড়াটিয়া সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে এক নারী নিহত ও আরো পাঁচ জন গুরুত্বর আহত হয়েছেন।বুধবার (সেপ্টেম্বর ২৮) দিনগত রাতে উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা এলাকায় এ হামলার ঘটনায় একটি বসতঘরও ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত শুকরন বিবি (৫৫) ওই এলাকার ভ্যানচালক হারুন তালুকদারের স্ত্রী। অপরদিকে সন্ত্রাসী হামলায় আহত মিনারা বেগম (৪০), শিল্পী বেগম (৪০) ও আবু হানিফকে (২২) সহ আরো দু’জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত শুকরনের ছেলে লিটন তালুকদার বলেন, একই গ্রামের বারেক বেপারীর জমির পাশ থেকে ঘাস কাটার অভিযোগ তোলা হয় আমাদের বিরুদ্ধে। এ নিয়ে আমার বাবা হারুন তালুকদার ও মামা দুলাল বয়াতীর সঙ্গে মঙ্গলবার বিকেলে বারেকের স্ত্রীসহ স্বজনদের বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে বারেক বেপারীর স্বজনরা আশোকাঠী, চন্দ্রহার ও বাটাজোর এলাকা থেকে সন্ত্রাসীদের এনে বুধবার রাতে আমাদের বসত ঘরে হামলা চালায়। লিটন তালুকদারের দাবি হামলার একপর্যায়ে আশোকাঠী এলাকার সন্ত্রাসী জিয়া আমিন ধারালো অস্ত্র দিয়ে তার মা শুকরনকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন। স্থানীয় ও নিহতের স্বজনদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসেন জানান, ঘাস কাটা নিয়ে দুই দিন আগে একই গ্রামের সৌদি প্রবাসী বারেক বেপারীর স্ত্রী রিনা বেগমের সঙ্গে শুকুরনের ভাই দুলালের ঝগড়া হয়। এর জেরে রিনার মেয়ে জামাই নাসিরসহ কয়েকজন বুধবার বিকেলে দুলালের ওপর চড়াও হয়। এ সময় ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে শুকুরনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। এতে গুরুতর আহত শুকুরনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতর লাশটি ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি মোঃ আফজাল হোসেন আরো বলেন, অভিযুক্তদের গ্রেফতারের জন্য ঘটনার পর পরই পুলিশ অভিযান শুরু করেছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়