Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৭, ২০২৫ ২:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নকল প্রসাধনী জব্দ, আটক ৩ 
Monday May 5, 2025 , 6:07 pm
Print this E-mail this

দন্ড ও জরিমানা, নকল প্রসাধনী ধ্বংসের নির্দেশ

বরিশালে নকল প্রসাধনী জব্দ, আটক ৩


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে নকল প্রসাধনীসহ আটক তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তিনজনকে বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো: শাহরুখ আলম শান্তুনু দন্ড ও জরিমানা করেন। দন্ডিতরা হলো-ব্রা²নবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো: রইছ মিয়ার ছেলে মো: শফিক (৩০), একই এলাকার মনু মিয়ার ছেলে শাহজামাল (৩০) ও  ফিরোজ মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৮)। তাদের নগরীর পোর্ট রোড এলাকার আবাসিক হোটেল থেকে বিপুল পরিমান নকল কসমেটিক্সসহ আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি)। ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম বলেন, নগরীর একটি আবাসিক হোটেল থেকে নকল প্রসাধনীসহ তাদের আটক করে। পরে তিনজনকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

এছাড়া শাহজামালকে পাঁচ হাজার, হৃদয়কে তিন হাজার ও শফিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা নকল প্রসাধনী ধ্বংসের নির্দেশ দেয়া হয়েছে। বরিশাল মহানগর ডিবির পরিদর্শক ছগির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নগরীর বিভিন্ন দোকানে বিক্রির জন্য প্রসাধনী নিয়ে হোটেল সী প্যালেসের ২১১ নম্বর কক্ষে কয়েকজন অবস্থান করছেন। এ খবর পেয়ে তারা অভিযান করেন। ৪ কাটুন পণ্য জব্দ। এ সময় তাদের কাছ থেকে শ্যাম্পু, ক্রিমসহ ১২ ধরনের ১৭০ পিস প্রসাধনী পন্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পন্য নকল প্রমান হওয়ায় আটক করা হয় তিনজনকে। তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।




Archives
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
Image
আল্টিমেটামে বরিশাল শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা
Image
আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
Image
বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২