Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ৩০, ২০২৪ ১:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে চুরি হওয়া সেচ মেশিন ও টিন মাটির নিচ থেকে উদ্ধার, ২ চোর আটক! 
Wednesday May 27, 2020 , 2:30 pm
Print this E-mail this

আটক আসামীদের আজ বুধবার (২৭ মে) আদালতে প্রেরণ করা হয়েছে

বরিশালে চুরি হওয়া সেচ মেশিন ও টিন মাটির নিচ থেকে উদ্ধার, ২ চোর আটক!


নিজস্ব প্রতিবেদক : বরিশালে এয়ারপোর্ট থানার কলাডেমা এলাকায় একটি গোডানউন ঘরের মাটি খুড়ে চুরি হওয়া সেচ মেশিন ও বাগান থেকে ২০ পিস টিন উদ্ধার করেছে পুলিশ। উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মো: খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৬ মে) রাত ৮ টার দিকে কলাডেমা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটককৃতরা হলেন, এয়ারপোর্ট থানার কলাডেমা এলাকার বাসিন্দা মো: রেদোয়ান ইসলাম (৩৪) ও মো: ইয়াছিন খান (২৮) বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মো: খাইরুল আলম জানান, এয়ারপোর্ট থানার কলাডেমা এলাকার বাসিন্দা মো: আবুজাফর মিয়া শোলনা গ্রামে জমি ক্রয় করে একটি ঘর তৈরী করে বাকেরগঞ্জ চরামদ্দি এলাকায় তার বোনের অসুস্থতাজনিত কারনে সেখানে অবস্থান করতে থাকেন। এই সুযোগে মো: মনিরুল ইসলাম, মো: রেদোয়ানুল ইসলাম, মো: ইয়াসিন খান ও মো: নাইম চলতি মাসের ৩ মে গভীর রাতে জাফর মিয়ার ঘরে থাকা একটি পানি সেচার মেশিন ও ৫ বান টিন চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। এঘটনায় ১১ মে জাফর মিয়া এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন, যার নং : ৯। উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মো: খাইরুল আলম আরও জানান, এ ঘটনার পর আসামীরা গা ঢাকা দিলে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টায় ডিসি খাইরুল আলমের নির্দেশে সাব ইন্সপেক্টর মো: সাইদুলের টিম মামলার ২ নং আসামী মো: রেদোয়ানুল ইসলাম ও ৩ নং আসামী মো: ইয়াছিন খানকে গ্রেফতার করে আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে স্থানীয় মসজিদের ইমাম ও সাবেক মেম্বরের উপস্থিতিতে আসামীদের বাড়ীর গোডাউন ঘরের মাটি খুড়ে সেচ মেশিন ও বাড়ীর পাশের বাগান থেকে ২০ পিস টিন উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক আসামীদের আজ বুধবার (২৭ মে) আদালতে প্রেরণ করা হয়েছে।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়