|
অতিথিরা ইউনিয়নের দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল ও ভিক্ষুকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন
বরিশালে গ্রামীণ সড়কে তাল বীজ ও খেজুর চারা রোপণ
নিজস্ব প্রতিবেদক : প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা, পরিবেশ সুরক্ষা ও গ্রামীণ সড়কের হারানো জৌলুস ফিরিয়ে আনার লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ১৬ কিলোমিটার গ্রামীণ সড়কের উভয়পাশে একযোগে আট হাজার তালের বীজ ও খেজুর চারা রোপণ করা হয়। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে শুক্রবার বেলা এগারোটায় প্রধান অতিথি হিসেবে পশ্চিম বেজহার-সেরাল সড়কে কর্মসূচীর উদ্বোধন করেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। উদ্বোধণ পূর্ব আলাচনা সভায় ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন। ইউপি সচিব মাহতাব হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন মোল্লা, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভোলা সাহা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া প্রমুখ। একইদিন অতিথিরা ইউনিয়নের দুঃস্থ পরিবারের মাঝে ঈদ-উল আজহা উপলক্ষে বিশেষ ভিজিএফ’র চাল ও সাবেক ভিক্ষুকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
Post Views: ০
|
|