Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ১:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে খেলার মাঠ থেকে পদ্ম গোখরার ২৯ টি ডিম উদ্ধার 
Thursday September 22, 2022 , 4:18 pm
Print this E-mail this

ডিমগুলো নিয়ে বাচ্চা ফুটানোর পর বন বিভাগের মাধ্যমে বনে উন্মুক্ত

বরিশালে খেলার মাঠ থেকে পদ্ম গোখরার ২৯ টি ডিম উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর একটি খেলার মাঠ থেকে পদ্ম গোখরার ডিম উদ্ধার করেছে এ্যানিমেল ওয়েল ফেয়ার অব বরিশাল নামের একটি সংগঠন। বৃহস্পতিবার (সেপ্টেম্বর ২২) দুপুর দেড়টায় নগরীর বান্দ রোড এরাকার যশোর কালার হাউজ সংলগ্ন মাঠ থেকে মাটি খুড়ে ডিমগুলো উদ্ধার কের। এসময় গর্ত থেকে ২৯ টি ডিম উদ্ধার করা হলেও কোন সাপ উদ্ধার করা যায়নি। এ্যানিমেল ওয়েল ফেয়ার অব বরিশালের সৈয়দা সাবিকুন নাহার তুবা বলেন, এখান থেকে একজন আমাদের ডিম পাওয়ার বিষয়টি জানান। পরে তারা আমাদের ডিমগুলোর ছবি তুলে দেন। আমরা বন বিভাগের বিশেষজ্ঞদের ছবি দেখালে তারা এগুলো পদ্মো গোখরার ডিম বলে নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা ডিমগুলো নিয়ে বাচ্চা ফুটানোর প্রক্রিয়া সম্পন্ন করবো। পরবর্তীতে এগুলো বন বিভাগের মাধ্যমে বনে উন্মুক্ত করা হবে। স্থানীয় বাসিন্দা মো: জামাল সিকদার বলেন, এই মাঠে ভাই-বন্ধু ক্রিকেট টুনামেন্ট চলছে। মাঠে পানি জমার কারণে মাটি কাটা শুরু করলে একটি গর্ত দেখতে পাই, তার মধ্যে সাপের ডিমও ছিল। পরে এলিমেন্ট ওয়েন্ট ফেয়ার অব বরিশালের সদস্যরা এসে ডিমগুলো উদ্ধার করে।




Archives
Image
ভোলার লালমোহন থেকে ৭ বছর বয়সী অপহৃত শিশু উদ্ধার
Image
নির্বাচিত হলে সদর উপজেলার দশটি বিষয়ে আগে গুরুত্ব পাবে – ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন
Image
উন্নয়নের স্বার্থে মোটরসাইকেল মার্কায় ভোট দিন – এসএম জাকির হোসেন
Image
পিরোজপুরের কাউখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃদুল আহম্মেদ সুমনের গনসংযোগ
Image
পিরোজপুরের কাউখালীতে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান তালুকদার পল্টনের গনসংযোগ