Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৫ লাখ লিফলেট বিলি করছে বিএনপি, কী আছে এতে? 
Sunday May 5, 2024 , 1:12 pm
Print this E-mail this

উপজেলা নির্বাচন প্রতিহত নয়, বর্জনে দেশবাসীকে উৎসাহিত করতে

৫ লাখ লিফলেট বিলি করছে বিএনপি, কী আছে এতে?


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : উপজেলা নির্বাচন প্রতিহত নয়, বর্জনে দেশবাসীকে উৎসাহিত করতে বিএনপি। দলীয় নেতাকর্মীদের ভোট থেকে দূরে রাখবে সব ধরনের কৌশল অব্যাহত রেখেছে দলটি। ইতোমধ্যে যারা ভোটে অংশ নিয়েছেন তাদের স্থায়ী বহিষ্কার করা হয়েছে। ভোটারদের নিরুৎসাহিত করতে ৫ লাখ লিফলেট বিতরণ করা হচ্ছে। ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ নাম দিয়ে ‘দখলদার আওয়ামী সরকারের আসন্ন প্রতারণামূলক ডামি উপজেলা এবং সব স্থানীয় সরকার নির্বাচন বর্জন করুন’ শিরোনামে লিফলেট বিলি করা হচ্ছে। এতে বলা হয়েছে, ‘বর্তমান অবৈধ সরকারের আমলে কখনোই জাতীয় ও স্থানীয় সরকার কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়নি। জনগণের ভোটের তোয়াক্কা না করে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীদেরই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে। দখলদার শাসকগোষ্ঠী প্রতিটি নির্বাচনের আগে নতুন নতুন কুটকৌশল অবলম্বনের মাধ্যমে জনগণকে প্রতারিত করে। এমতাবস্থায় বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও তার সাজানো নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের প্রকাশ্য একপেশে ভূমিকার জন্য ইতঃপূর্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে। এ ভাঁওতাবাজি ও ডামি নির্বাচন বর্জন করার জন্য বিএনপি দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে।’ লিফলেটে মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের আশা-আকাক্সক্ষা অবরুদ্ধ করাসহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়ানো, গ্যাস-বিদ্যুৎ-জ্বালানির তীব্র সংকটে ভোগান্তির চিত্রও তুলে ধরা হয়েছে। পাশাপাশি আইন, প্রশাসন, আদালত এখন জনগণকে দমন করার সরকারী হাতিয়ার হিসাবে কাজ করছে উল্লেখ করে নির্বাচন কমিশনের সমালোচনা করা হয়েছে। এছাড়া জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির ১ দফার চলমান আন্দোলন অগ্রগামী করতে পিছপা হয়নি বলেও দলের অবস্থান ব্যাখ্যা করা হয়।লিফলেটে আরও উল্লেখ করা হয়, ‘এখনো সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং বিদ্যমান অরাজক পরিস্থিতি আরও অবনতিশীল হওয়ায় যৌক্তিক কারণে আসন্ন উপজেলাসহ স্থানীয় সব নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সরকার ভোট, সংবিধান, ভিন্নমত প্রকাশ, বহুদলের অংশগ্রহণে নির্বাচনসহ মানুষের সহজাত অধিকারগুলোকে নির্দয়ভাবে হরণ করেছে। আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা। সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তারের ফলে এ অবৈধ সরকারের অপরাজনীতি ও নির্বাচনি প্রহসনের অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনের অংশ হিসাবে ৮ মে থেকে শুরু হওয়া সব ধাপের উপজেলা পরিষদ নির্বাচনসহ সব স্থানীয় সরকার নির্বাচন বর্জন করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বন জানাচ্ছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এ লড়াই ন্যায়সংগত বলেই এর বিজয় অবশ্যম্ভাবী ও অনিবার্য।’ এ বিষয়ে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ‘আমরা বিভিন্ন জেলায় কর্মিসভা করছি। সভা শেষে ভোট বর্জনের লিফলেট বিতরণও করছি। এতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে ৭ জানুয়ারির একতরফা জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের ডাক দিয়েছিল বিএনপি। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের ৯৫ ভাগ মানুষ ভোটকেন্দ্রে যায়নি। আশা করছি, এবারও বিএনপির ডাকে জনগণ সাড়া দেবে। তারা ভোট বর্জন করবে।’




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস