Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে এক ব্যাংক কর্মকর্তার হত্যা রহস্য ‍উদঘাটন, আটক ৩ 
Thursday September 2, 2021 , 7:40 pm
Print this E-mail this

নগদ ৫৩ হাজার টাকাসহ প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুষ্ঠিত

বরিশালে এক ব্যাংক কর্মকর্তার হত্যা রহস্য ‍উদঘাটন, আটক ৩


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সম্প্রতি ৩ জুলাই এয়ারপাের্ট থানাধীন ফিসারী রােড এলাকায় জনৈক মনােয়ার হােসেনের বাড়ীতে এক ডাকাতি সংঘটিত হয়। ‍ঐ ঘটনায় নগদ ৫৩ হাজার টাকাসহ প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুষ্ঠিত হয়। ‍এ বিষয়ে গত ৫ জুলাই এয়ারপাের্ট থানায় অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রুজু করা হয়, যার নম্বর : ০৪, যার ধারা ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড। এছাড়া গত ১১ আগস্ট এয়ারপাের্ট থানাধীন কাশিপুর চহঠা এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা ও বিসিসি’র ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোর্শেদ প্রিন্সের পিতা মঞ্জুর মাের্শেদের  বাড়ীতে রাতের বেলায় একটি চুরিসহ এক হত্যাকান্ড সংঘটিত হয়। সে ঘটনায় অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে এয়ারপাের্ট থানায় ‍একটি মামলা দায়ের করে তার পরিবার, যার নং-০৮, তারিখ-১২/০৮/২০২১ ধারা-৪৫৭/৩৮০/৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। দুইটি ঘটনার মােডাস অপারেন্ডি একই রকম হওয়ায় থানা পুলিশের তদন্তের পাশাপাশি গােয়েন্দা শাখা (ডিবি) কে তদন্তের নির্দেশ দেয়া হয়। মহানগর গােয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক তথ্য প্রযুক্তি ও গােয়েন্দা তথ্যের ভিত্তিতে পেশাগত ডাকাত দলের দুই সদস্য তরিকুল ইসলাম শাকিব ও আলমগীর হাওলাদারকে বরিশাল শহরের শেরে বাংলা সড়ক এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উপরােল্লিখিত দুটি মামলার ঘটনা উক্ত দুই ডাকাতসহ তাদের গ্রুপের অন্যান্য সদস্যেরা মিলে একত্রে সংঘটিত করেছে। তাদের তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলা হতে ডাকাত দলের অপর সদস্য জামালকে গ্রেফতার করা হয়। ডাকাতি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ঘর ভাঙ্গার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। ডাকাত দলের অন্যান্য সদস্যদেরকে গ্রেফতার ও লুষ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়