Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ঈদ শেষে কর্মস্থল ফেরত জনসাধারণের নিরাপদ যাত্রায় বিএমপি’র তৎপরতা 
Tuesday August 4, 2020 , 2:14 pm
Print this E-mail this

নিরলসভাবে দিন-রাত কাজ করে যাচ্ছে বিএমপি, অনিয়ম নিয়ন্ত্রণে গোপনে বা প্রকাশ্যে অবগত করার আহ্বান

বরিশালে ঈদ শেষে কর্মস্থল ফেরত জনসাধারণের নিরাপদ যাত্রায় বিএমপি’র তৎপরতা


নিজস্ব প্রতিবেদক : সর্ব স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ঘরমুখো মানুষের ঈদ-উল-আযহা সফলভাবে উদযাপনে আন্তরিক হয়ে কাজ করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক। বিএমপি কর্তৃক নজরদারির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিজনিত কোন ঘটনা ঘটেনি। মাননীয় বিএমপি কমিশনার কর্তব্যরত বিএমপি পরিবারকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী সময়েও এ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার রাখার জন্য নির্দেশনা দেন। ঈদ উদযাপন শেষে কর্মস্থল ফেরত জনসাধারণের যাত্রা নিরাপদ করতে বিএমপি তৎপর রয়েছে। এ লক্ষ্যে ট্রাফিক বিভাগের নিয়মিত ১৩৫ জন সদস্যের বাইরে আরো সদস্য নিয়োজিত থাকবে। নির্ধারিত স্থান ব্যতীত যানবাহন থামানো, রাস্তার পাশে পার্কিং, ফুটপাত দখলমুক্ত রাখতে এখন থেকে কার্যক্রম হাতে নেয়া হয়েছে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন, ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের বিষয়ে চেকপোষ্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সাথে অন্যান্য বিভাগও নগর নিরাপত্তায় সজাগ রয়েছে। ভাড়া বাসা ছেড়ে নিজ বাড়িতে ঈদ উদযাপনে যাওয়া নগরবাসীর গৃহে যাতে কোন প্রকার চুরি বা অঘটন না ঘটতে পারে, কোথাও কোন প্রকার দুর্ঘটনার অবতারণা না হতে পারে সে মর্মে নিরলসভাবে দিন-রাত কাজ করে যাচ্ছে বিএমপি। অনিয়ম নিয়ন্ত্রণে গোপনে বা প্রকাশ্যে অবগত করার আহ্বান বিএমপি’র।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়