Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের ৯টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সিলেট থেকে গ্রেফতার 
Monday March 23, 2020 , 8:20 pm
Print this E-mail this

লিটুর বিরুদ্ধে আদালত ১৫টি কর্তৃক থানায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে

বরিশালের ৯টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সিলেট থেকে গ্রেফতার


শামীম আহমেদ : বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল নেতৃত্বে সহযোগী অফিসার এসআই বসির, এএসআই সুজনকে সাথে নিয়ে অভিযান চালিয়ে অভিনব পন্থায় বরিশালের বিভিন্ন জনের কাছ থেকে প্রতরণা করে হাতিয়ে নেয়া প্রায় দেড় কোটি টাকা আত্মসাত করে প্রায় ৫ বছর পালিয়ে থাকা ৯ টি মামলার সাজাপ্রাপ্ত ও আদালত কর্তৃক ১৫টি মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী আবুল আহসান লিটু (৪০) কে সিলেটের জিন্দাবাজার সার্জিক্যাল নামের একটি দোকান থেকে গ্রেফতার করে বরিশাল এনে আদালতে সোপর্দ করেছেন। আটক প্রতারক আবুল আহসান লিটু বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা নুরিয়া স্কুল সংলগ্ন মোনাসেফ হাওলাদারের ছেলে। পলাতক আসামী লিটুকে গ্রেফতার করা অভিযানে নেতৃত্ব দেওয়া কোতয়ালী মডেল থানর সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ রাসেল জানান, ৫দিন সিলেটে অবস্থানকালে লিটুর সন্ধানের জন্য বিভিন্ন সময়ে নানা ধরনের রূপ ধারন করে সন্ধান উদঘাটনের চেষ্ঠা করে এক পর্যায়ে লিটুর স্থান চিহ্নিত করে গত ২১ মার্চ রাতে গ্রেফতার করা হয়। লিটু দীর্ঘ ৫ বছর যাবত প্রতরণার মাধ্যমে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাত করে সিলেটে বসবাস করে আসছিলেন। লিটুর বিরুদ্ধে আদালত ১৫টি কর্তৃক থানায় গ্রেফতারী পরোয়ানা ছাড়াও সে ৯ নয়টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী। আজ সোমবার (২৩ মার্চ) বরিশালে ফিরে এসে আসামী লিটুকে আদালতে সোপর্দ করা হয়েছে।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়