Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের সেই নবজাতকের পরিবার পেলেন জেলা প্রশাসনের আর্থিক সহায়তা 
Monday May 9, 2022 , 4:54 pm
Print this E-mail this

প্রাকৃতিক কাজ সম্পন্নের সময় নবজাতক প্রসব হয়ে প্যানের মধ্যে পাইপে আটকে যায়

বরিশালের সেই নবজাতকের পরিবার পেলেন জেলা প্রশাসনের আর্থিক সহায়তা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) টয়লেটের প্যানে সন্তান প্রসবের ঘটনায় সেই পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (মে ৯) দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে গিয়ে এই সহায়তা প্রদান করেন সহকারী কমিশনার এনডিসি সুব্রত বিশ্বাস দাস। জানা যায়, গত ৭ মে হাসপাতালের তৃতীয় তলার প্রসূতি ওয়ার্ডের টয়লেটে প্রাকৃতিক কাজ সম্পন্ন করার সময় নবজাতক প্রসব হয়ে প্যানের মধ্য থেকে পাইপে আটকে যায়। পরে অন্য রোগীদের সহায়তায় পাইপ ভেঙে ওই নবজাতককে জীবিত উদ্ধার করেন নবজাতকের বাবা। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলে বিষয়টি বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নজরে আসলে পরে জেলা প্রশাসকের নির্দেশনানুযায়ী  সোমবার বেলা ১২টায় শেবাচিম হাসপাতালে গিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়। নবজাতকের বাবার হাতে সহায়তার অর্থ তুলে দেন সহকারী কমিশনার এনডিসি সুব্রত বিশ্বাস দাস। পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন-প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, মহানগর প্রবেশন অফিসার শ্যামল সেনগুপ্ত, হাসপাতাল সমাজসেবা অফিসার মো: হুমায়ুন কবির। উল্লেখ্য, অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই নবজাতক পিরোজপুরের স্বরূপকাঠীর শিল্পী বেগম (২৭) ও মো. নেয়ামত উল্লাহ দম্পত্তির দ্বিতীয় কন্যা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিল্পীকে গত শনিবার সকালে শের-ই বাংলা মেডিকেলের তৃতীয় তলার প্রসূতি ওয়ার্ডে ভর্তি করানো হয়। চিকিৎসক তাকে স্বাভাবিক প্রসবের পাশাপাশি সিজারিয়ান অপারেশনের জন্যও প্রস্তুত থাকার পরামর্শ দেন। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওইদিন বিকাল ৩টার দিকে বাইরে ওষুধ আনতে যান তার স্বামী। এর আগে শিল্পীর শরীরে প্রসব বেদনার একটি ইনজেকশন পুশ করেন সেবিকারা। এরপর তাকে বেডে শুয়ে বিশ্রাম করতে বলেন তারা। প্রত্যক্ষদর্শী রোগীর স্বজন আলেয়া বেগম জানান, শিল্পী বেগম টয়লেটে যাওয়ায় কথা বারবার সেবিকাদের জানিয়েছেন। সেবিকারা তাকে বেডে শুয়ে থাকতে বলেন। এরপরও চাপ সামলাতে না পেরে প্রাকৃতিক ডাকে সারা দিতে টয়লেটে যান শিল্পী। সেখানে টয়লেটের অপরিচ্ছন্ন নোংরা প্যানে সন্তান প্রসব হয় শিল্পীর। প্রথমে বিষয়টি না বুঝতে পাড়লেও প্যানের মধ্যে কান্না শুনে শিল্পী চেয়ে দেখেন মুহূর্তের মধ্যে নবজাতক প্যানের ভেতর থেকে পাইপের মধ্যে ঢুকে গেছে। তখন তিনি ডাক চিৎকার দিলে তার স্বামীসহ অন্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারেন। শিল্পীর স্বামী নেয়ামত উল্লাহ জানান, তাৎক্ষণিকভাবে বিষয়টি ওয়ার্ডের ডাক্তারদের জানালেও তারা কোনো ভ্রক্ষেপ করেননি। পরে তিনি দ্বিতীয় তলায় গিয়ে অন্য রোগীর স্বজনদের সহায়তায় হাতুড়ি ও ছেনি দিয়ে ওই টয়লেটের পাইপ ভেঙে দেখেন নবজাতক কান্না করছে এবং তার হাত পা ছোটাছুটি করছে। টয়লেটের প্যানে পড়ে যাওয়ার পর তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নবজাতক ওয়ার্ডের চিকিৎসকের কাছে নিয়ে যান তিনি। নবজাতক শিশুটি এখন সুস্থ আছে।

এদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের প্রসূতি ওয়ার্ডের টয়লেটে নবজাতক প্রবসের ঘটনা ঘতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিটের (স্ক্যানু) বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: এম আর তালুকদার মুজিবকে প্রধান করে গত রবিবার বিকেলে এই কমিটি গঠন করেন পরিচালক ডা: এইচএম সাইফুল ইসলাম। কমিটি অপর দুই সদস্য হলেন, হাসপাতালের উপ-পরিচালক ডা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সহকারী পরিচালক ডা: এসএম মনিরুজ্জামান। কমিটিকে পরবর্তী ৩ কার্য দিবসের মধ্যে সরেজমিন তদন্ত পূর্বক সুস্পস্ট মতামতসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে জানান কমিটির প্রধান অধ্যাপক ডা: তালুকদার এম আর তালুকদার মুজিব। হাসপাতালের নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিটে (স্ক্যানু) চিকিৎসাধীন ওই নবজাতক সুস্থ এবং স্বাভাবিক আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্ক্যানু বিভাগের প্রধান অধ্যাপক ডা: এম আর তালুকদার মুজিব জানান, শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। অক্সিজেন সিচুরেশনও প্রায় ৯৭ ভাগ। তাকে পর্যবেক্ষণে রেখে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। আগামী ১ থেকে ২ দিনের মধ্যে সুস্থ্য হয়ে সে বাড়ি ফিরতে পারবে বলে আশা করেন তিনি।




Archives
Image
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Image
বরিশালে চার কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
Image
বরিশাল শেবাচিম থেকে ১০ নারীসহ চক্রের ২৫ সদস্য আটক
Image
বরিশালে অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর, আগুন নিয়ন্ত্রণে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আটক ২