Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ৩০, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের মুলাদীতে ৬ জনকে কোপানোর মামলার প্রধান আসামী আটক 
Thursday July 28, 2022 , 8:31 pm
Print this E-mail this

এছাড়াও রয়েছে আলমগীর ও তার সহযোগীদের নামে বিভিন্ন অপকর্মের অভিযোগ

বরিশালের মুলাদীতে ৬ জনকে কোপানোর মামলার প্রধান আসামী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মুলাদী কাজিরচর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করেন আলমগীর বাহিনী। ঘটনার পরদিন (জুলাই ১৬) মুলাদী থানায় আলমগীরকে ১নং আসামী করে ৮ জনার নামে একটি মামলা দায়ের করা হয়। কিছু দিন পালিয়ে থাকার পর আলমগীরের ৪ সহযোগী ও তার ২ মেয়ে আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদেরকে জামিন দেয়। এবং আলমগীর ও তার ছেলে হোসেন পালিয়ে বেড়ান। পরে বুধবার (জুলাই ২৭) আলমগীর ও তার ছেলে হোসেন জামিনের আবেদন করলে, আলমগীর ঘরামীকে জেল হাজতে প্রেরণ করেন। এবং তার ছেলেকে কারণবশত জামিন দেয় বিজ্ঞ আদালত। প্রসঙ্গত আলমগীর প্রবাসী মনির বেপারী ফাঁকা বাড়ি ভাংচুর ও গাছ পালা কেটে দখলে যাবার চেষ্টা। প্রবাসী জসিম মোল্লার জমিতে ভাড়াটে গুন্ডা এনে জোরপূর্বক ঘর নির্মাণ ও গাছ পালা কেটে দখলে যাওয়া। মন্টু হাংয়ের জমি ভাড়াটে লোকজন এনে জোরপূর্বক দখলের চেষ্টা করায় বাঁধা দিলে মন্টুসহ ৬ জনকে কুপিয়ে জখম। আলতাফ বিশ্বাসের সাথে জমি ও ফসলি জমি নিয়ে বিরোধ। বর্তমানে আদালতে এই প্রসঙ্গিক মামলা চলমান রয়েছে। আলমগীর ঘরামীর সহযোগী হিসেবে রয়েছেন, জব্বার, আব্বাস, জাহাঙ্গীর, ইউসুফ ঘরামী, আইয়ুব খা, এনায়েত খান, ইব্রাহিম ঘরামী, হোসেন ঘরামী ও সজীব ঘরামী। অভিযোগ রয়েছে, আলমগীর ঘরামীর নিজের পাওয়ার টিলার ছাড়া অন্য কোন পাওয়ার টিলার দিয়ে চরকমিশনার গ্রামে জমি কৃষি চাষ করা যাবে না। এছাড়াও রয়েছে আলমগীর ও তার সহযোগীদের নামে বিভিন্ন অপকর্মের অভিযোগ।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়