Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ৩০, ২০২৪ ৩:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগরে হিন্দু সনাতন সম্প্রদায়ের স্নান উৎসব 
Tuesday April 16, 2024 , 7:21 pm
Print this E-mail this

দুর্গাসাগরে পুণ্যস্নানে নেমে মনদ্বীপ মন্ডল নামে এক কলেজছাত্রের ডুবে মৃত্যু

বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগরে হিন্দু সনাতন সম্প্রদায়ের স্নান উৎসব


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জের ঐতিহ্যবাহী দুর্গাসাগরে হিন্দু সনাতন সম্প্রদায়ের স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই দুর্গাসাগরে এ উৎসব পালন করেন তারা। প্রতি বছরের মতো আজও ঐতিহ্যবাহী মাধবপাশা দুর্গাসাগরে হাজার হাজার পুণ্যার্থীর আগমন ঘটে। আগতদের নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানা গেছে, চন্দ্রদ্বীপের রাজবংশের চতুর্দশ রাজা শিব নারায়ণের অকাল মৃত্যুর সময় তাঁর স্ত্রী রানী গর্ভবতী ছিলেন। শিব নারায়ণের মৃত্যুর পর তাঁর পুত্র পঞ্চদশ রাজা জয় নারায়ণ জন্মগ্রহণ করেন। বিধবা রানী দুর্গাবতী বুদ্ধিমতী ও প্রজাবৎসল মহিলা ছিলেন। আঠারো দশকের শেষভাগে নাটোরের রানী ভবানী ও চন্দ্রদ্বীপের রানী দুর্গাবতী জমিদারি পরিচালনা করে বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তিনি প্রজাদের মঙ্গলের জন্য অনেক পুকুর ও দীঘি খনন করেন। রানী দুর্গাবতী ১৮৭০ সালে বরিশালের বাবুগঞ্জে রাজধানী মাধবপাশায় এই দুর্গাসাগর খনন করেন। ১৯৭৪ খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার দীঘিটি পুনঃসংস্কার করেন। দীঘির নিচের অংশের দৈর্ঘ্য ১ হাজার ৯৫০ ফুট এবং প্রস্থ ১ হাজার ৭৫০ ফুট। স্থানীয় লোকজন একে মাধবপাশা দিঘি নামেও ডাকে। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বৃহত্তম পুকুর। দুর্গাসাগরে পুণ্যস্নানে নেমে মনদ্বীপ মন্ডল (১৮) নামে এক কলেজছাত্র ডুবে মারা গেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার মাধবপাশা দুর্গাসাগরে হাজারো পুণ্যার্থীর স্নানকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাধবপাশা দুর্গাসাগরের হাজারো পুণ্যার্থীর স্নান চলাকালে মনদ্বীপ মন্ডল নিখোঁজ হয়। আধা ঘণ্টা পর দেহ ভেসে উঠলে তাঁকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মনদ্বীপের মৃত নিশ্চিত করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম। মনদ্বীপ বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাঁশতলা এলাকার ঘোষ বাড়ির বাসিন্দা সাগর মন্ডলের ছেলে। নিহতের মা চম্পা মন্ডল জানান, অষ্টমী পুণ্য স্নানোৎসবে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্গাসাগর দিঘিতে গোসল করতে নামে মনদ্বীপ। একপর্যায় সকলের অগোচরে পানি ডুবে নিখোঁজ হয় সে। শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বর মেডিকেল অফিসার ডা: রফিকুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মারা যাওয়ার পর তাঁর দেহ ভেসে ওঠে।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়