Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালেও মুরাদ ও নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন 
Monday December 13, 2021 , 3:10 pm
Print this E-mail this

ভার্চুয়াল টকশোতে জিয়া পরিবারকে নিয়ে বিতর্কিত মন্তব্য

বরিশালেও মুরাদ ও নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সদ্য পদ হারানো তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে হেলাল নাহিদের (নাহিদ রেইন্স) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। সোমবার (ডিসেম্বর ১৩) বেলা ১১টার দিকে জাতীয়বাদী আইনজীবী ফোরামের বরিশাল শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আবুল কালাম আজাদ বাদী হয়ে এ নালিশি আবেদন করেন। সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তীতে আদেশের জন্য রেখেছেন।সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) মো: কাকন বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাডভোকেট মো: আবুল কালাম আজাদ ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮’র ২৪২৫২৯৩১৩৫ ধারায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও ভার্চুয়াল টকশোর উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে হেলাল নাহিদের (নাহিদ রেইন্স) বিচার চেয়ে নালিশি আরজিটি দাখিল করেন। আদালত তার (নালিশি আবেদনকারী) জবানবন্দি গ্রহণ করে পরবর্তীতে আদেশের জন্য রেখেছেন। মামলার আবেদনকারী অ্যাডভোকেট মো: আবুল কালাম আজাদ নালিশি আরজিতে উল্লেখ করেন, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান গত ১ ডিসেম্বর একটি ভার্চুয়াল টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও জিয়া পরিবারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে হেলাল নাহিদের (নাহিদ রেইন্স) ফেসবুক পেজ ‘নাহিদরেইন্স পিকচার্স’ থেকে নাহিদেরই উপস্থাপনায় লাইভে এসে এসব কুরুচিপূর্ণ কথা বলেন মুরাদ হাসান। দায়িত্বশীল পদে থেকে মুরাদ হাসান যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন, তা পুরো নারী জাতির জন্য অপমানজনক। এ ধরণের নারীবিদ্বেষী, বর্ণবাদী, সমাজ এবং সংবিধান বিরোধী বক্তব্যের মাধ্যমে সমগ্র নারীসমাজ এবং মানবতাকে হেয় করা হয়েছে। ফেসবুক পেজ থেকে তা প্রচার করে মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে হেলাল নাহিদও (নাহিদ রেইন্স) অপরাধ করেছেন। এসব কারণে ক্ষুব্ধ হয়ে তিনি মামলার জন্য আবেদন করেছেন। আইনজীবী আবুল কালাম আজাদ জানান, নালিশি আরজির সঙ্গে ভার্চুয়াল টকশোর ভিডিও সিডিতে ধারণ করে আদালতে প্রমাণ হিসেবে দেয়া হয়েছে। আদালত আমার জবানবন্দি গ্রহণ করে পরবর্তীতে আদেশের জন্য রেখেছেন। আশা করছি আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবেন। আজ সোমবার ময়মনসিংহেও ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম রাজশাহীসহ বেশ কয়েক জায়গায় আদালতে তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।




Archives
Image
ঢাকাসহ দেশের ৫ বিভাগে হতে পারে বৃষ্টি
Image
বরিশালে চার কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
Image
বরিশাল শেবাচিম থেকে ১০ নারীসহ চক্রের ২৫ সদস্য আটক
Image
বরিশালে অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর, আগুন নিয়ন্ত্রণে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আটক ২