Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র! 
Thursday February 6, 2020 , 8:22 pm
Print this E-mail this

পিরোজপুরের কাউখালীতে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র!


নিজস্ব প্রতিবেদক : গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুরের কাউখালীর উজিয়ালখান গ্রামের একজন গৃহিনীকে- ০১৭৪৫৪৬৪৭৮১-নম্বর থেকে ফোন করে এক প্রতারক। বিকাশের এজেন্ট পরিচয় দেয়ার পর বলা হয়, আপনার বিকাশে সর্বশেষ টাকা নিয়েছেন (তিনি যে পরিমান নিজের এ্যাকাউন্টে নিয়েছিন সেই পরিমাণ বলে)। তার সাথে আমার দোকানের এক কর্মচারী ভুলবশত: বেশী টাকা পাঠিয়েছে। এরপর বলা হয় আপনি টাকা না ফেরত দিলে এ্যাকাউন্টটি আজকেই বন্ধ হয়ে যাবে। আমাদের কিছু তথ্য দিলে আমরা হালনাগাদ সব ঠিক করে দিবো। এরপর তিনি নাম, সর্বশেষ বিকাশের পরিমান, পুরাতন পিন ও নতুন পিন দেয়ার কথা বলে। এরপরেই এ্যাকাউন্ট থেকে নিয়ে যায় ২৪ হাজার টাকা! এ ব্যাপারে ওই গৃহিনী দিলরুবা সুলতানা কাস্টমার কেয়ার সেন্টারে ফোন দিয়ে জানানো হলে সেখান থেকে জানায়, সেটি তাদের নম্বর না। পরে তিনি কাউখালী থানায় একটি সাধারণ ডায়রি করেছন। এর আগে গত মাসে উপজেলার কাঠালিয়া গ্রামের বাসিন্দা রবিউলকে একইভাবে ফোন দেয়া হয়। তার সাথে কথা বলেন এক নারী প্রতারক। বেশ কিছুক্ষণ কথা বলার পর কৌশলে রবিউলের মোবাইল থেকে সাড়ে ২৪ হাজার টাকা তুলে নেয়া হয়। এছাড়া কুমিয়ান গ্রামের জাকির নামের এক চা দোকানীর কাছ থেকে একইভাবে ৩ হাজার টাকা হাতিয়ে নেয় এ চক্রটি। এছাড়া গত ২৬ সেপ্টেম্বর কাউখালীর একটি মাদ্রাসার সুপারকে মোবাইল করে ১১ হাজার টাকায় সরকারি ল্যাপটপ দেবার কথা বলে ৮৮ হাজার টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ পাওয়া গেছে। তাদের ফাঁদে পড়ে মাদ্রাসার ঐ সুপার ৮৮ হাজার টাকা বিকাশে পাঠিয়ে সম্প্রতি প্রতারিতও হয়েছেন।




Archives
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন
Image
থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা তুলে ধরতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
Image
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Image
হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
Image
আলোচিত মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ